সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালেই সুখবর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তী (Piya Chakraborty )। মা-বাবা হিসেবে এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁরা। পিয়া বর্তমানে পাঁচমাসের অন্তঃসত্ত্বা। ব্যস্ত শিডিউলের মাঝে স্ত্রীর খেয়াল রাখছেন পরমব্রত। হবু মা বেশ উচ্ছ্বসিত। ভ্যালেন্টাইনস ডে-র মাখোমাখো পোস্টে সুখবরটা দিয়েই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পিয়া। এবার হবু বাবা পরমব্রত প্রতিক্রিয়া দিয়ে গিয়ে রীতিমতো লজ্জায় লাল হয়ে গেলেন।
আগামী জুন মাসেই পিয়া-পরমব্রতর সংসারে খুদে সদস্যর আগমন ঘটতে চলেছে। কী বলছেন অভিনেতা-পরিচালক? পরমব্রতর মন্তব্য, “আমি তো আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। কী বলব, সন্তান-পরিবার এগুলোতে বিশ্বাস করি। আমি একটু দেরিতে বিয়ে করেছি। কিন্তু সবসময়ই চেয়েছিলাম যে সেটল করার পর আমাদেরও সন্তান হোক। পরিবারটা বাড়ুক।” কিন্তু এতদিন ধরে কেন সুখবরটা গোপন রেখেছিলেন? এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানালেন, “আমরা যখন প্রথম খবরটা পাই আমাদেরও মনে হয়েছিল, সারা পৃথিবীকে তখনই জানিয়ে দিই। কিন্তু কিছু সতর্কতা নিতে হয়। অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। সেই অনেকগুলো ধাপ পেরনোর পরই সবাইকে জানানো উচিত। আমরাও সেটাই করেছি। ব্যাপারটা এতটাই আনন্দের যে এই কথাগুলো বলতে বলতে আমিও ব্লাশ করছি। বলাই বাহুল্য, পিয়ার কাছে, আমার কাছেও ভীষণ ভীষণ আনন্দের খবর।”
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই এহেন জল্পনা শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরমহলে। সেইসময়ে যদিও অন্তঃসত্ত্বা পিয়া হেসে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তবে শুক্রবার ডাক্তার দেখিয়ে এসেই ঠিক করেন যে, এবার সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় এসেছে। সেই মতো শনিবার সকালে সকলকে চমকে দিয়ে একটি পোস্ট করলেন। যেখানে নীল রঙের কার্ডে লেখা- ‘সন্তান আসছে।’ সেই পোস্টে তাঁদের পোষ্যদের পাশাপাশি দেখা গেল পরম-পিয়ার আদুরে একটি ছবিও। পরমব্রত চট্টোপাধ্যায়ের বাবা হওয়ার খবরে এদিকে সমাজ মাধ্যমেও শুভেচ্ছার জোয়ার। নতুন ইনিংসের জন্য তারকাদম্পতিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে চলেছেন বন্ধু, সহকর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.