BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিয়ের আগেই বাংলো হাতছাড়া! পরিণীতিকে নিয়ে লন্ডনে রাঘব, ভাইরাল ছবি

Published by: Sandipta Bhanja |    Posted: June 10, 2023 2:58 pm|    Updated: June 10, 2023 8:03 pm

Parineeti Chopra, Raghav Chadha enjoy IND Vs AUS WTC final in London | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগেই বাংলো হারিয়েছেন। পরিণীতি চাড্ডার সঙ্গে বাগদানের মাসখানেক ঘুরতে না ঘুরতেই আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য বাড়ি হারিয়েছেন। মোদি সরকারকে দুষে আদালতের দ্বারস্থ হতে হয়েছে ‘হবু বর’কে। এবার হবু স্ত্রীকে নিয়ে লন্ডনে গেলেন রাঘব।

না বাড়ি খুঁজতে নয়। বরং লন্ডনে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতেই গিয়েছেন রাঘব-পরিণীতি। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারকাযুগল। ব্রিটেনের রাজধানী থেকে রাঘব-পরিণীতির বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেল, গ্যালারিতে পাশাপাশি বসে মন দিয়ে ক্রিকেট ম্যাচ উপভোগ করছেন তাঁরা। পরিণীতির পরনে সবুজ ব্লেজার, দুধ সাদা ড্রেস। এদিকে আপ-সাংসদকে দেখা গেল নীল সোয়েটার পরে। চোখে রোদচশমা। যুগল যে ক্রিকেটপ্রেমী, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ‘বলিউড নিজের কবর নিজেই খুঁড়ছে’! শাহিদ কাপুরকে খোঁচা দিয়ে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী]

শুধু তাই নয়, ম্যাচ দেখার পাশাপাশি ভারতীয় তারকাকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ছবিও তুলতে আসেন পরিণীতি চোপড়ার সঙ্গে। ফেরাননি তাঁদের। সেলফি তুলে আবদার মেটালেন।

প্রসঙ্গত, দিল্লির সরকারি বাংলো হাতছাড়া হলেও বিয়ের আয়োজনে কোনও খামতি রাখছেন না রাঘব-পরিণীতি। শোনা যাচ্ছে, উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এ তাঁদের বিয়ের আসর বসবে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে সাক্ষী রেখে দুই পরিবারের রীতি মেনে বিয়ে হবে। দিদি প্রিয়াঙ্কার পথে হেঁটেই রাজস্থানে বিয়ে করছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘কেমন দিলাম?’, একরাতও কাটাতে পারলেন না কাজল! ফিরলেন সোশ্যাল মিডিয়ায়]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে