Advertisement
Advertisement
Raghav Parineeti Kejriwal Bhagwant

Parineeti Chopra Raghav Chadha Wedding Updates: রাঘণীতির বিয়ে বলে কথা! AAP সতীর্থর পাশে থাকতে উদয়পুরে ‘বরযাত্রী’ কেজরিওয়াল-ভগবন্ত

এয়ারপোর্টে খোশমেজাজে 'AAP মুখ্যমন্ত্রী'রা।

Parineeti Chopra-Raghav Chadha Wedding Updates: Arvind Kejriwal, Bhagwant Mann at Udaipur | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 23, 2023 7:24 pm
  • Updated:September 23, 2023 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের লোক রাঘব চাড্ডার বিয়ে বলে কথা। অতঃপর আম আদমি পার্টির নেতা-মন্ত্রীদের শশব্যস্ততা এখন তুঙ্গে! কানাঘুষো আগেই শোনা গিয়েছিল যে, রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠানে (Parineeti Chopra Raghav Chadha Wedding) যোগ দিতে চলেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আমন্ত্রণপত্র এসেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন? সেই কৌতূহলই ছিল তুঙ্গে। শনিবার বিকেলে সংশয় মিটল।

উদয়পুরের এয়ারপোর্টে খোশমেজাজে ধরা দিলেন দুই ‘AAP মুখ্যমন্ত্রী’। পাপ্পারাৎজিদের দেখেই ক্যামেরার সামনে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালরা (Arvind Kejriwal)। আপ সতীর্থ রাঘবের জীবনের বিশেষ দিনে বরযাত্রী হিসেবে পাশে থাকতেই পৌঁছে গিয়েছেন দুই রাজনীতিক।

Advertisement

[আরও পড়ুন: উদয়পুরে সাজ সাজ রব, বোন পরিণীতির বিয়ে ছেড়ে একান্তে ‘ফার্ম লাইফ’ কাটাচ্ছেন প্রিয়াঙ্কা]

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। রবিবাসরীয় দুপুরেই এক হবে রাঘব-পরিণীতির (Parineeti Chopra-Raghav Chadha) চার হাত। তার আগেই উদয়পুরে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে সুফি নাইটের পর শুক্রবার উদয়পুর লীলা প্যালেসে হয়ে গেল মেহেন্দি অনুষ্ঠান। দুই তারকার বিয়ে নিয়ে কৌতূহলের অন্ত নেই। বর-কনের ছবি প্রকাশ্যে না এলেও প্রতি মুহূর্তে আপডেট আসছে। এবার সেই রাজকীয় অনুষ্ঠানে যোগ দিতে উদয়পুরে উড়ে গেলেন কেজরিওয়াল, ভগবন্ত মানরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হল এদিন। আর আসর জমল হিট পাঞ্জাবি গানে। সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নাচ করলেন রাঘব-পরিণীতি। চোপড়া পরিবারের হবু জামাই যদিও ‘লাজুক’! তবে গায়ে হলুদের পর নাকি হবু স্ত্রীর সঙ্গে আদুরে ছবির জন্য পোজও দিয়েছেন। এদিন সন্ধেয় নয়ের দশকের বলিউডি গানে মাতবে আসঙ্গীতের আসর। তবে দিদি প্রিয়াঙ্কা কি আসছেন? এটাই এখন সবথেকে বড় কৌতূহল।

[আরও পড়ুন: উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে করছেন রাঘব-পরিণীতি, খরচ শুনলে চক্ষু হবে চড়কগাছ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement