BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

OTT প্ল্যাটফর্মে ‘পাঠান’-এ একাধিক কাটছাঁট, যুক্ত হল অদেখা দৃশ্যও, উচ্ছ্বসিত ভক্তরা

Published by: Suparna Majumder |    Posted: March 22, 2023 11:15 am|    Updated: March 22, 2023 11:15 am

Pathaan OTT version has this extra Shah Rukh Khan scene | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দার পর এবার পালা ওয়েব প্ল্যাটফর্মের। আমাজন প্রাইমে দেখা যাচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ (Pathaan)। আর তাতেই রয়েছে চমক। যে দৃশ্য বড়পর্দায় দেখা যায়নি, তা দেখা যাচ্ছে ছবি ওয়েব ভার্সনে। এতেই মুগ্ধ নেটিজেনরা।

Pathaan-OTT

চার বছর বাদে বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান। ফেরার এই পথ খুব একটা মসৃণ ছিল না। ছবির ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোন পোশাক নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছিল। ছবির বয়কটের হুমকি দেওয়া হয়ছিল। এমনকী মুক্তির ঠিক আগে প্রেক্ষাগৃহে পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল। কিন্তু শাহরুখ খান নামের ম্যাজিকে সমস্ত বিতর্ক ফিকে হয়ে যায়।

Pathaan-Song

[আরও পড়ুন: খুনের হুমকির জের! সলমনের বাড়ির সামনে আর ভক্তদের ভিড় করার অনুমতি নেই]

মুক্তির ২৮ দিনের মধ্যেই হাজার কোটি ক্লাবে ‘পাঠান’। সোমবার পর্যন্ত ছবির আয় ১০৪৮.৩০ কোটি টাকা। এমন পরিস্থিতিতেই এবার ওয়েব দুনিয়ায় ‘পাঠান’-এর পার্টি। এমনটাই টুইট করে জানিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

OTT প্ল্যাটফর্মে শাহরুখের ছবির নতুন দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা। ঢেউ খেলানো চুলে নিজের দপ্তরে ঢুকছে ‘পাঠান’। সেই দৃশ্য শেয়ার করে প্রশ্ন তোলা হয়েছে, কেন এই দৃশ্য হলে মুক্তি পাওয়া সিনেমা থেকে বাদ দেওয়া হল?

[আরও পড়ুন: Spotify থেকে সরিয়ে দেওয়া হল একগুচ্ছ বলিউড গান! চূড়ান্ত হতাশ শ্রোতারা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে