BREAKING NEWS

৭ আশ্বিন  ১৪৩০  সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘কমিটমেন্ট’ রাখলেন ‘ভাইজান’ সলমন, প্রকাশ্যে ‘রাধে’র ট্রেলার

Published by: Suparna Majumder |    Posted: April 22, 2021 12:30 pm|    Updated: April 22, 2021 1:03 pm

Radhe Trailer: Salman Khan’s Eid offering takes us back to Wanted time | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুলতান তিনি। একবার ‘কমিটমেন্ট’ করে ফেললে আর কারও কথার তোয়াক্কা করেন না। বিশেষ করে যে ‘কমিটমেন্ট’ অনুরাগীদের কাছে করেন, তা অবশ্যই রাখেন। এবারও তাঁর অন্যথা হল না। ইদের বক্স অফিস মাতাতে ‘রাধে’ হয়ে ফিরছেন সলমন খান (Salman Khan)। ঘোষণা আগেই করেছিলেন। এবার প্রকাশ করলেন ট্রেলার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

[আরও পড়ুন: ‘প্রচারে গিয়ে কতজনকে মৃত্যুর মুখে ফেললে?’, নেটদুনিয়ার রোষানলে করোনা আক্রান্ত শুভশ্রী]

ইদ মানেই সলমনের ছবি মুক্তি। বিগত কয়েক বছর ধরে তেমনটাই হয়ে আসছে। যদিও ২০২০ সালে তা সম্ভব হয়নি অতিমারীর কারণে। অবশ্য সেই সময়ই ভাইজান কথা দিয়েছিলেন, আগামী বছরের ইদে (Eid 2021) বক্স অফিসে স্বমহিমায় ফিরবেন তিনি। সেই কথা রেখে মার্চ মাসেই প্রকাশ করেছিলেন ‘রাধে’ (Radhe) ছবির পোস্টার। বৃহস্পতিবার শেয়ার করলেন ট্রেলার।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল সলমন খানের ‘ওয়ান্টেড’। ছবিতে রাজবীর শেখাওয়াত ওরফে রাধের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। সেই চরিত্রকেই যেন ফিরিয়ে আনা হয়েছে নতুন এই ছবিতে। যদিও এটি সিক্যুয়েল কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর নেই। নতুন এই ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা (Prabhu Deva)। সলমনের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি (Disha Patani)। ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা (Randeep Hooda)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

অতিমারী পরিস্থিতিতে ছবির মুক্তিতেও রয়েছে অভিনবত্ব। ১৩ মে ‘হাইব্রিড রিলিজ’ হবে ‘রাধে’র। অর্থাৎ সিনেমা হলের দর্শকদের পাশাপাশি ‘জি প্লেক্স’ (Zee Plex) এবং ‘জি ফাইভ’ (ZEE5) ওয়েব প্ল্যাটফর্মেও দেখা যাবে ছবিটি। শোনা গিয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়েই দেখা যাবে ছবিটি।

[আরও পড়ুন: ‘ন্যাকামিটা একটু বেশি হয়ে যাচ্ছে’, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার ‘খড়কুটো’র গুনগুন ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে