Advertisement
Advertisement
Rajnandini Paul

এবার সিরিজে মহালয়া, দুর্গারূপে রাজনন্দিনী

হইচই-এর বড় চমক!

Rajnandini Paul to play Durga in Hoichoi's Mahalaya series

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 31, 2024 2:51 pm
  • Updated:July 31, 2024 3:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ এক সপ্তাহ ধরে টালমাটাল টলিউড অবশেষে শান্ত। চেনা ছন্দে ফিরেছে স্টুডিওপাড়াও। বুধবার সকাল থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের হাঁকডাক! সেই আবহেই শুরু হল হইচই-এর থমকে যাওয়া মহালয়ার শুটিং। এই ওয়েব প্ল্যাটফর্মের সুবাদেই প্রথমবার দর্শকদের কাছে সিরিজের আকারে আসতে চলেছে মহালয়া। আর সেই ওয়েব সিরিজেই দুর্গারূপে দেখা যাবে রাজনন্দিনী পালকে (Rajnandini Paul)।

রাজনন্দিনীকে বর্তমানে হইচই-এর ‘ঘরের মেয়ে’ বললেও অত্যুক্তি হয় না! সংশ্লিষ্ট ওটিটি চ্যানেলের একাধিক সিরিজে নজর কেড়েছেন অভিনেত্রী। এবার দুর্গতিনাশিনীর ভূমিকায় অভিনয় করার জন্যও তাঁকেই বেছে নিল হইচই। এযাবৎকাল মহালয়ার সকাল মানেই চ্যানেল চ্যানেলে তারকাখচিত অসুরবধের শো। তবে এই প্রথমবার মা দুর্গার অসুর বধের বর্ণনা নিয়ে সিরিজের মোড়কে আসছে মহালয়া। হইচই-এর ‘দুর্গা’ রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে দিন দুয়েক শুটিং বন্ধ থাকার পর বুধবার থেকে ফের হইচই-এর মহালয়ার শুট শুরু হয়েছে। গুঞ্জন, এই সিরিজের নাম নাকি ‘দুপুর দুর্গা’। তবে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে হইচই-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে সিলমোহর বসায়নি। 

Advertisement

[আরও পড়ুন: স্টুডিওপাড়ায় মিষ্টি বিতরণ, ‘কাউকে ব্যান করা যাবে না’, নির্দেশ মমতার]

এর আগে মহামায়ারূপে টেলিপর্দায় ধরা দিয়েছেন দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেত্রীরাও। তবে তাঁদের হাত ধরে মহালয়াকে নতুন মোড়কে দেখলেও সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মতো ধ্রুপদী নাচে পটিয়সী একজন শিল্পীই মা দুর্গার ভূমিকায় আপামর দর্শকদের কাছে প্রথম পছন্দ। আজও তা বদলায়নি। ওদিকে দর্শক টানতে চ্যানেলগুলির দ্বৈরথ। তাই বর্তমানে সিনে-স্টারদের দুর্গার ভূমিকায় কাস্ট করা হয়। এবার মহালয়াকে সিরিজের মোড়কে এনে চমক দিতে চলেছে হইচই। তাছাড়া রাজনন্দিনী পালকে কেমন লাগবে দুর্গারূপে, সেদিকে নজর থাকবে দর্শকদের।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটতে চলেছে টলিপাড়ার জট, বুধবার শুটিং শুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ