BREAKING NEWS

৯ চৈত্র  ১৪২৯  শুক্রবার ২৪ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘আমি তো ওর মতোই দেখতে!’, বিরাট কোহলির বায়োপিকে অভিনয়ে ইচ্ছুক রামচরণ

Published by: Akash Misra |    Posted: March 18, 2023 11:39 am|    Updated: March 18, 2023 1:26 pm

Ram Charan Wants To Play Virat Kohli In Biopic| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামচরণ এখন হলিউড ফেরত! হ্যাঁ, দক্ষিণী সুপারস্টারের পর রামচরণের গায়ে এখন এটাই নতুন ট্যাগ। অস্কারের রেড কার্পেটে যেভাবে নজর কেড়েছেন তিনি, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা হতে চলেছেন রামচরণ। অন্তত কানাঘুষো শোনা যাচ্ছে এমনই। শোনা যাচ্ছে, রাম চরণ নাকি গোপনে গোপনে একটা হলিউড ছবি সই করে ফেলেছেন। সে তো নয় গেল অন্য গল্প। নতুন গপ্পো হল, রামচরণের দারুণ ইচ্ছে, বিরাট কোহলির বায়োপিকে কাজ করা। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাম।

রামচরণ (Ram Charan) বললেন, ”আমাকে তো অনেকটাই বিরাটের মতো দেখতে। তাই কখনও যদি বিরাটকে নিয়ে সিনেমা তৈরি হয় তাহলে আমি অভিনয় করতে চাই। আমি কিন্তু বেশ ভাল মানাব বিরাটের চরিত্র!”

[আরও পড়ুন: ‘উনিই আমায় ঠকিয়েছেন!’, ফ্ল্যাটের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পালটা পিয়া সেনগুপ্তর ]

রামচরণের কথায়, ”বিরাটের জীবন খুবই অনুপ্রেরণা দেয় আমাকে। তাই এরকম একটা ছবিতে অভিনয় করতে পারলে নিজেকে লাকি মনে করব। আর খেলার প্রতি আমার প্রেম অনেক আগে থেকেই রয়েছে। ”

[আরও পড়ুন: প্রথম হিন্দি ওয়েব সিরিজে গ্ল্যামারাস প্রসেনজিৎ, ‘জুবিলি’র ঝলকে দেখুন সিনে জগতের গল্প ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে