সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি। নেই পর্যাপ্ত খাবার। পানীয় জলের হাহাকার। এমন বিপর্যস্ত পরিস্থিতিতেই শুটিং ছেড়ে হরিয়ানার বন্যা বিধ্বস্ত মানুষদের কাছে অত্যাবশকীয় জিনিস নিয়ে পৌঁছে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণদীপ হুডা।
সম্প্রতি ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেতা। এবার মানবসেবায় মগ্ন হলেন রণদীপ। বন্যা বিধ্বস্ত হরিয়ানার একটি ভিডিওতে দেখা গেল বোট থেকে নেমে নিজের কাঁধেই ত্রাণসামগ্রী বয়ে নিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা। কোনওরকম তারকাসুলভ হাবভাবের লেশমাত্র নেই! হাঁটু জলে নেমে দুস্থ মানুষদের হাতে হাতে তুলে দিচ্ছেন খাবার, ওষুধ।
‘খালসা এইড ইন্ডিয়া’ নামক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে হরিয়ানার বন্যা বিপর্যস্ত এলাকার মানুষদের সাহায্যে নেমেছেন রণদীপ হুডা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। সেখানেই দেখা গেল, ঈশ্বরকে স্মরণ করে মাথায় কাপড় বেঁধে দুস্থ মানুষদের কাছে পৌঁছে যেতে তাঁকে। প্লাবিত এলাকার বাড়ি বাড়ি ঢুকে অত্যাবশকীয় সামগ্রী বিলি করলেন তিনি। দিন কয়েক আগেই, গ্যাভি চাহাল শুটিং ছেড়ে বন্যা বিপর্যস্ত পাঞ্জাবে ত্রাণসামগ্রী বিলি করেছিলেন। এবার হরিয়ানায় পৌঁছে গেলেন রণদীপ হুডা।
View this post on Instagram
এক ত্রাণ শিবিরের কাছেও দেখা গেল বলিউড অভিনেতাকে। সেখানে রান্নার ভোজ্য সামগ্রী বিতরণ করছিলেন পর্দার ‘বীর সাভারকর’। ভিডিওর ক্যাপশনে লেখা- “সেবা। আমার অনুরোধ, সকলে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।” উল্লেখ্য, সেই ভিডিওতেই একঝলক দেখা গেল মণিপুরের ভূমিকন্যা বলিউড অভিনেত্রী লিন লাইশ্রামকে। কানাঘুষো শোনা যাচ্ছে, তিনি নাকি রণদীপের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনিও অভিনেতার এই মানবিক উদ্যোগে শামিল হলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.