ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স নব্বইয়ের কোঠায় হলেও ‘দিল তো বাচ্চা হ্যায় জি’! রণবীর সিংয়ের (Ranveer Singh) দাদু সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছেন। যাতে অভিনেতা নিজে হতবাক হওয়ার পাশাপাশি দাদুর কীর্তির কথাও ফাঁস করলেন।
গত সোমবার দেশের পঞ্চম দফার নির্বাচনে মুম্বইতে সেলেবরা দলে দলে ভোট দিতে পোলিং বুথে ভিড় জমিয়েছিলেন। বলি সাম্রাজ্যের তিন খান থেকে শুরু করে তারকাদের সিংহভাগই গণতন্ত্রের উৎসবে যোগ দিয়ে জনতা জনার্দনের কাছে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আর্জি জানিয়েছিলেন। আর সেই দিন মুম্বইতে ছিল মারাত্মক গরম। সূয্যিমামার প্রখর দাপটকে উপেক্ষা করেই রণবীর সিংয়ের দাদু পোলিং বুথে গিয়েছিলেন ভোট দিতে। আর দাদুর এই বয়সেও এমন ‘স্পিরিট’ আর নাগরিকত্ববোধ দেখে মুগ্ধ অভিনেতা। অতঃপর সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে কুর্নিশ জানাতেও ভুললেন না বলিউড খিলজি। দিনে দুয়েক বাদে সেই ছবিই এখন নেটপাড়ায় ট্রেন্ডিং।
রণবীর সিংয়ের শেয়ার করা পোস্টে দেখা গেল, ভোট দিয়ে বেরিয়ে তাঁর দাদু পোলিং বুথেই কর্মরত এক পুলিশকর্মীর সঙ্গে ছবি তুললেন। বার্ধক্যের ভাড়ে নুইয়ে পড়লেও স্টাইল একদম দারুণ। চোখে রোদচশমা। পরনে শার্ট-প্যান্ট। হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রণবীর সিংয়ের মায়ের বাবা। আর সেই ঘটনার ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, “৯৩ বছর বয়স। বাইরের তাপমাত্রা ৯৩ ডিগ্রি ফারেনহাইট! এসব উপেক্ষা করেই কিন্তু উনি ভোট দিলেন। আমার রকস্টার দাদু।” রণবীরের সেই পোস্টে দিয়া মির্জা, জোয়া আখতার-সহ ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীরাই নবতিপর রকস্টারকে কুর্নিশ জানালেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.