সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা অতীত। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বেগম এখন সানা জাভেদ (Sana Javed)। পাক মুলুকের গ্ল্যামার জগতের পরিচিত মুখ সানা। খ্যাতি যেমন আছে, তেমনই তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্ক। আর তা বদমেজাজের জন্য।
কী এমন কাণ্ড ঘটিয়েছিলেন শোয়েবের নতুন বেগম? শোনা যায়, ঘটনা বছর দুয়েক আগের। একটি নামী ফ্যাশন সংস্থার মুখ ছিলেন সানা। তাদের জন্য একটি শুট করার কথা ছিল অভিনেত্রীর। যাতে তাঁর সঙ্গে আরেক মডেল মানাল সালিমেরও থাকার কথা ছিল। কিন্তু দুজনের জন্য মেকআপ রুম ছিল একটি। অভিযোগ, শুটের দিন সানার আগে মানাল সেটে পৌঁছান। তাই তিনি আগে মেকআপ শুরু করে দেন।
সানা নাকি যখন এই কথা জানতে পারেন, বিস্তর অশান্তি করেন সেটে। অভিযোগ, মানালকে অপমান করে মেকআপ রুম থেকে বেরিয়েও যেতে বলেন তিনি। সেই সময় এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। এক পক্ষ মানালের পক্ষ নেন, আরেক পক্ষ সানার পক্ষে ছিলেন। তবে মানালের দিকেই পাল্লা ভারী ছিল।
শেষমেশ, ফ্যাশন সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়, কলাকুশলীদের সঙ্গে কথা বলার পর সানা জাভেদকে এই ইদ ক্যাম্পেনের শুট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্ষতি হওয়া সত্ত্বেও নতুন মডেলকে দিয়ে শুটিং করানো হয়। যদিও এসব এখন অতীত। শোনা যায়, এক বিজ্ঞাপনের শুটিংয়েই সানা-শোয়েবের পরিচয়, তার পর ঘনিষ্ঠতা। এখন শোয়েবের বেগম সানা। সোশাল মিডিয়ায় নিজের পদবীও পালটে ফেলেছেন পাক নায়িকা। লিখেছেন, সানা শোয়েব মালিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.