Advertisement
Advertisement
ITTAR

ফের হিন্দি ছবিতে ঋতুপর্ণা, বাঙালি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কামব্য়াক ৯০ দশকের ‘হিরো’র

প্রকাশ্যে এসেছে ছবির মোশন পিকচারও।

Rituparna Sengupta and Deepak Tijori will be seen in ITTAR | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 14, 2023 5:51 pm
  • Updated:February 14, 2023 5:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ছবি নিয়ে ব্যস্ততার মধ্যেই আবারও হিন্দি সিনেমায় ধরা দিতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৯০-এর দশকের অতি পরিচিত মুখ দীপক তিজোরির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী।

এই প্রথম নয়, এর আগে অন্তত ৩৩টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। ‘ম্যায়, মেরি পত্নী অর ওয়ো’। বক্সঅফিসে হয়তো সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ঋতুপর্ণা অভিনীত ছবিটি বিশ্লেষক ও দর্শকদের প্রশংসা কুড়োতে সফল হয়। আর এবার প্রথমবারের জন্য দীপক তিজোরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এককথায়, ঋতুপর্ণার হাত ধরেই বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘আশিকি’, ‘সড়কে’র মতো সুপারহিট ছবির অভিনেতা দীপক। অভিনয় থেকে দূরে থাকলেও অবশ্য পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি’, BBC অফিসে আয়কর হানা নিয়ে বিজেপিকে তোপ বিরোধীদের]

মঙ্গলবার ছবির বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানান এই খবর। লেখেন, দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন দীপক তিজোরি (Deepak Tijori)। ‘ইতর’ ছবিতে দীপককে নয়া অবতারে দেখা যাবে। এই প্রেমকাহিনিটির পরিচালনা করবেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বীণা বক্সি। তরণ আদর্শ আরও জানান, অভিনয়ের পাশাপাশি একটি অ্যাডভেঞ্চার-থ্রিলার ছবি পরিচালনাও করছেন দীপক। রাজু চাধা ও দীপক তিজোরি প্রযোজিত ‘টিপসি’ ছবিটিতে রয়েছেন পাঁচ অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত মায়াকুমারী। এখনও বেশ কিছু সিনেমা হলে রমরমিয়ে চলছে ছবিটি। তারই মধ্যে জানা গেল, আবারও বলিউডে পাড়ি দিচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। ‘ইতর’ ছবির মোশন পিকচারও প্রকাশ্যে এনেছেন ফিল্ম ক্রিটিক। প্রথম ঝলক দেখে বলে দেওয়াই যায়, এটি একটি পরিণত প্রেমকাহিনি। শীঘ্রই মুক্তি পাবে ছবির ট্রেলার।

[আরও পড়ুন: SSC Scam: ‘বিদ্যাসাগর এগিয়েছিলেন, পার্থ শিক্ষাকে পিছিয়েছেন ১০০ বছর’, আদালতে মন্তব্য ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ