সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতা হাতে পেয়েই আফগানিস্তানের রুক্ষ মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে তালিবানরা (Taliban Terror)। কারও হাতে অত্যাধুনিক রাইফেল, কেউ রকেট লঞ্চার হাতে নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রাণ বাঁচানোর তাগিদে দিকবেদিক শূণ্য হয়ে দৌড়াচ্ছে সাধারণ মানুষ। তারকাদের অবস্থাও এমন কিছু ভাল নয়। প্রাণভয়ে রাস্তায় দৌড়তে দেখা যাচ্ছে আফগান পরিচালক সাহরা করিমিকে (Sahraa Karimi), কোনও মতে প্লেনে করে দেশ ছেড়েছেন আফগানিস্তানের (Afghanistan) পপ তারকা আরিয়ানা সইদ (Aryana Sayeed)। অশান্ত এই পরিস্থিতিতে বিচলিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
সোশ্যাল মিডিয়াকেই প্রতিবাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন ঋতুপর্ণা। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম নিজের তিনটি সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবিই পালটে ফেলেছেন। তার বদলে যে ছবি পোস্ট করেছেন, তাতে লেখা ‘আফগানিস্তানকে বাঁচান’।
[আরও পড়ুন: শুধু ‘কাবুলিওয়ালা’ নয়, আফগানিস্তানকে চিনতে দেখতে পারেন এই ৮টি সিনেমাও]
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চিন্তিত টলিউডের অনেক তারকাই। এর আগে সংবাদ প্রতিদিনকে প্রতিক্রিয়া দিতে গিয়ে পরিস্থিতির ভয়াবহতার কথা জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty), অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও অনীক দত্ত। অশান্ত আফগানিস্তানের জন্য প্রার্থনা করেছেন পাওলি দামও (Paoli Dam)। “টিভিতে আফগানিস্তানের অবস্থা দেখে গা গুলিয়ে উঠছে”, সংবাদ প্রতিদিনকে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)।
এবার নিজের প্রোফাইল ছবি পালটেই প্রতিবাদের পথ বেছে নিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ১৮ আগস্ট টুইটারে অভিনেত্রী লিখেছিলেন, “চূড়ান্ত হতাশ আর হতবম্ব! প্রতিবাদের ভাষা জানা নেই…বিকৃতমনের মানুষগুলোর হাতে সবকিছু! কোথায় রাষ্ট্রসংঘ? নিরাপত্তা পরিষেবা? অদ্ভূত বিশ্বের রাজনীতি! সীমান্তের অবস্থাও তথৈবচ… মনে হচ্ছে প্রাগৈতাহিসক যুগে চলে গিয়েছি।”
Traumatised and devastated!!! Dont know the language of protest here…Helpless in the hands of these psychopaths!!! World politics..!? UN? SECURITY SERVICES ? BORDER MANAGEMENTS ALL SEEMED TO HAVE FAILED….We have gone back to the pre historic era…
— Rituparna Sengupta (@RituparnaSpeaks) August 18, 2021