Advertisement
Advertisement

Breaking News

Ariyan Khan Celeb reaction

আরিয়ানের ঘটনা কী শেখাল? অভিভাবক হিসেবে উত্তর দিলেন ঋতুপর্ণা-শ্রাবন্তী-শান্তিলাল

শাহরুখ-গৌরীর মনের অবস্থা বুঝতে পারছেন তিন তারকা।

Rituparna Sengupta, Srabanti Chatterjee and Shantilal Mukherjee shares their view on Aryan Khan case | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 29, 2021 8:24 pm
  • Updated:January 21, 2022 12:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক মামলায় জামিন পেলেও সময় মতো আর্থার রোড জেলে পৌঁছয়নি রিলিজ অর্ডার। ফলে, শুক্রবারের রাত আর্থার রোড জেলে কাটাতে হচ্ছে আরিয়ান খানকে (Aryan Khan)। শনিবার সকালে ছাড়া পাচ্ছেন শাহরুখপুত্র। সেই মুহূর্তের অপেক্ষাতেই যেন গোটা দেশ। তবে মন্নতে অপেক্ষার প্রহর একটু বেশি। এতদিন পর ছেলে ঘরে ফিরবে যে! বাবা-মায়ের আবেগ তো একটু বেশিই হবে।  তারকা হলেও এই আবেগের ঊর্ধ্বে নন শাহরুখ-গৌরী। তাঁদের মনের অবস্থা বুঝতে পারছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়। তারকা হিসেবে নয়, সন্তানের অভিভাবক হিসেবে মতামত জানালেন তিন তারকা।    

 

Advertisement

শাহরুখপুত্রের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) বলেন, “আরিয়ানের জামিন পাওয়া খুব ভাল খবর। সন্তানের বিপদ হলে মা-বাবার মনে যে কী হয় তা শুধু তাঁরাই জানেন। আমিও একজন মা, তাই বুঝতে পারি। আরিয়ানের পরবর্তী জীবন যেন ভাল হয়, নিরাপদ হয় সেই কামনাই করি। এত গুরুতর কঠিন পরিস্থিতি পেরিয়েও যেন মানসিকভাবে ঠিক থাকে।একটা ভাল ভবিষ্যৎ যেন হয়।এই কামনা করি।”

Advertisement

 

[আরও পড়ুন: সিনেমা-সিরিয়ালের আউটডোর শুটিংয়ে অনুমতি, প্রেক্ষাগৃহে বসতে পারবেন ৭০% দর্শক]

ছেলে ঝিনুকই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) জীবনের সব। তাই মায়ের আবেগ খুব ভাল বুঝতে পারেন তিনি।অভিনেত্রীর কথায়, “মা হিসেবে এটুকুই বলবো সন্তান ঘরে ফিরলে সব বাবা-মায়ের ভাল লাগে। সেক্ষেত্রে আরিয়ান ঘরে ফিরছে তাঁর বাবা-মায়ের কাছে। ভাল খবর। কিন্তু সন্তান ভুল করলে সেই ভুল যাতে আর না করে সেটা অভিভাবকদের খেয়াল রাখতে হবে।”

 

কম বয়সেই আরিয়ানকে এত কিছু সহ্য করতে হয়েছে, তা নিয়ে চিন্তিত শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)।  “এত অল্প বয়সের কোনও মানুষকে যদি এভাবে রাজনীতির শিকার হতে হয়, তবে তাঁর মনে দেশের রাজনীতির প্রতি বিরূপ মনোভাব তৈরি হওয়াটাই স্বাভাবিক। সেটা বাঞ্ছনীয় নয়।” এমনই মত তাঁর।  

 

 

[আরও পড়ুন: জিতের দিকে ধেয়ে আসছে একের পর এক তির! ‘রাবণ’ লুকে চমকে দিলেন অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ