৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিয়া সেন!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 15, 2017 10:29 am|    Updated: October 5, 2019 1:08 pm

Riya Sen to tie knot with boyfriend Shivam Tiwari

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সেন বাড়িতে সাজো সাজো রব। ফুটতে চলেছে বিয়ের ফুল। টলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এরকমই গুঞ্জন। জানা যাচ্ছে, এবার সানাই  বাজতে চলেছে সেন বাড়িতে। সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রিয়া সেন। প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

[ভারতের স্বাধীনতা দিবসে কী বললেন আফ্রিদি?]

বহুদিন ধরেই শিবমের সঙ্গে ডেট করছিলেন সুচিত্রা সেনের কনিষ্ঠা নাতনি। বেশ কয়েকবার একফ্রেমে দু’জনে ধরাও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে পরিণয়ে। আর হতে চলেছে টলিউডের গ্র্যান্ড সেলিব্রেশন।

Slaves to Slavs ..#slovakia #bratislava #slavs

A post shared by Riya Sen Dev Varma (@riyasendv) on

অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন। তবে সাংসদ হিসেবে তুমুল ব্যস্ততা মুনমুন সেনের। এর মধ্যেই নাকি মেয়ের বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন তিনি। স্বামী ভরতদেব বর্মা ত্রিপুরার রাজবংশের উত্তরসূরী। তাই বিয়েতে রাজকীয় নিয়ম-আচারের সম্ভাবনা রয়েছে পুরোপুরি। সে নিয়েই এখন ব্যস্ত মুনমুন।

গ্ল্যামার দুনিয়ায় রিয়ার আত্মপ্রকাশ হয়েছিল ফাল্গুনি পাঠকের মিউজিক অ্যালবামে। অচিরেই বড়পর্দাতেও জমে ওঠে তাঁর ‘স্টাইল’ ও ‘ঝংকার বিটস’। এরপর ছোট-বড় নানা চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অবশ্য ইদানিং বাংলা ছবির উপরই বেশি মন দিয়েছেন নায়িকা। ‘জাতিস্মর’ থেকে ‘ডার্ক চকোলেট’, সর্বত্র তাঁকে দেখা গিয়েছে স্বমহিমায়। এরই পাশাপাশি শুট করেছেন হিন্দি শর্টফিল্ম ‘লোনলি গার্ল – আ সাইকোলজিক্যাল থ্রিলার’-এর।

#shoot #booth #balaji #webseries #comingsoon

A post shared by Riya Sen Dev Varma (@riyasendv) on

এত কিছুর মধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি। সেন বাড়িতে নাকি এখন সাজো সাজো রব। সোশ্যাল মিডিয়ায় আবার পোশাকের ট্রায়াল দেওয়ার ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে নায়িকাকে।

[এবার পুজোয় ব্যোমকেশ হয়ে ফের হাজির যিশু, সামনে এল ফার্স্ট লুক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে