সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের রবিবাসরীয় জলসার লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছে ‘টলিউড ব্রিগেড’। কেউ সাজপোশাকে খাঁটি বাঙালিয়ানা তুলে ধরেছেন তো কেউ বা আবার পশ্চিমী পোশাকে চোখ ধাঁধিয়ে দিয়েছেন। অনন্ত-রাধিকার প্রীতিভোজের রেড কার্পেটে সোনালি গাউনে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) নিঃসন্দেহে আগুন ঝরিয়েছেন। কিন্তু ভক্তরা হতাশ হয়েছেন, তাঁদের প্রিয় ‘দেবদা’কে (Dev) না দেখতে পেয়ে।
‘মঙ্গল উৎসবের’ মজলিশে আম্বানিদের রেড কার্পেটে রবিবাসরীয় সন্ধেয় একাধিক টলিউড তারকা ধরা দিয়েছেন। মেগাবাজেট রিসেপশনের রাতে এক ফ্রেমে দেখা গিয়েছে একটুকরো কলকাতাকে। যশ-নুসরত, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়দের যাওয়ার কথা আগেই জানা গিয়েছিল। তবে অনুষ্ঠানের শেষপাতে নজর কাড়ল রুক্মিণী মৈত্রর উপস্থিতি। তাঁর ‘গোল্ডেন গার্ল’ লুক ইতিমধ্যেই ‘টক অফ দ্য টাউন’। অনন্ত-রাধিকার রিসেপশনে যোগ দিতে রবিবারই মুম্বইতে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে লাল গালিচায় যশ-নুসরতরা জুটিতে ধরা দিলেও রুক্মিণীর সঙ্গে দেবকে দেখতে না পেয়ে খানিক হতাশই হয়েছেন অনুরাগীরা। অতঃপর ‘মঙ্গল উৎসব’ থেকে অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই তাঁরা প্রশ্ন রেখেছেন, ‘দেবদা কোথায়?’
রুক্মিণী যখন মুম্বইতে আম্বানিদের রিসেপশনে যোগ দিতে গিয়েছিলেন তখন দেব কোথায় ব্যস্ত? কৌতূহলের অন্ত নেই! টলিউড সুপারস্টার আসলে কলকাতাতেই ছিলেন। তাঁর কাছে অনন্ত-রাধিকার রিসেপশনের আমন্ত্রণ এসেছিল কিনা, সেই উত্তর যদিও অধরা, তবে রবিবার রাতে তাঁর দলবল নিয়ে ক্রিকেট খেলায় মজেছিলেন অভিনেতা সাংসদ। সেই ছবি নিজেই শেয়ার করেছেন দেব। সেখানেই দেখা গেল, পিচ থেকে ঘামঝরানো লুকে নিজস্বী পোস্ট করেছেন অভিনেতা। ব্যস্ত শিডিউলে কাজের অবসরে মাঝমেধ্যেই নিজের টিম এবং টলিপাড়ার বন্ধুবান্ধবদের নিয়ে ক্রিকেট খেলেন তিনি। এদিনও সেখানেই ব্যস্ত ছিলেন দেব।
View this post on Instagram
সদ্য চব্বিশের লোকসভা ভোট শেষ করে সাংসদ হিসেবে তৃতীয় ইনিংস শুরু করেছেন দেব। নজরে তাঁর এখন ঘাটাল মাস্টারপ্ল্যান। অন্যদিকে ঝুলিতেও একগুচ্ছ সিনেমার কাজ। ‘খাদান’ রিলিজের অপেক্ষায়। তার পর ‘রঘু ডাকাত’-এর কাজও শুরু করবেন তিনি। চলতি বছর পুজোতেই মুক্তি পাবে সৃজিত পরিচালিত এবং দেব অভিনীত ‘টেক্কা’। এরপর প্রধান পরিচালক অভিজিৎ সেনের সঙ্গেও আরও একটি সিনেমার প্ল্যান রয়েছে। সব মিলিয়ে টলিউড সুপারস্টার বর্তমানে বেজায় ব্যস্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.