Advertisement
Advertisement
Salar

শাহরুখের ‘ডাঙ্কি’ ঝড় আটকাতে নতুন ফন্দি প্রভাসের, কী ছক কষেছে সালার টিম?

২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রভাসের 'সালার'।

Salar to not release in two popular Multiplex due to dunki | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 20, 2023 5:47 pm
  • Updated:December 20, 2023 5:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। ইতিমধ্যেই বক্স অফিসে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছে শাহরুখের এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, প্রথম সপ্তাহেই নাকি হইচই ফেলে দেবে ‘ডাঙ্কি’। তবে একদিকে যখন ‘ডাঙ্কি’ নিয়ে উত্তেজনা তুঙ্গে, অন্যদিকে কিছুটা হলেও, ‘ডাঙ্কি’র ভয়ে কাঁপছে প্রভাসের ‘সালার’। কেননা, ‘ডাঙ্কি’র ঠেলায় প্রভাসের ‘সালার’ ছবির ব্যবসা ক্ষতির মুখ দেখতে পারে, এই ভয়েই নতুন ছক কষেছে ‘সালার’ টিম।

[আরও পড়ুন: ‘দৌড়ে দৌড়ে আসছি…! ধন্যবাদ কলকাতা’, ‘ডাঙ্কি’ মুক্তির আগে আদুরে বার্তা শাহরুখের]

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ‘সালার’ টিম দেশের দুই জনপ্রিয় মাল্টিপ্লেক্সে ‘সালার’ রিলিজ করবেন না।  ‘সালার’ ছবির ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই এমন বন্দোবস্ত করেছে ‘সালার’ টিম। জানা গিয়েছে, এই দুই মাল্টিপ্লেক্স শাহরুখের ‘ডাঙ্কি’র বেশি শো রাখায় এমন সিদ্ধান্ত নিয়েছে সালার ছবির প্রযোজকরা। তবে এ খবর রটলেও, এই নিয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি ‘সালার’ টিম।

Advertisement

প্রভাসের নতুন এই মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। কিন্তু তার বদলে ২২ ডিসেম্বরকেই মুক্তির তারিখ হিসেবে বেছে নেওয়া হয়। উল্লেখ্য, ২২ ডিসেম্বরই শাহরুখের ‘ডাঙ্কি’ মুক্তি পাবে। ফলে কিং খানের সঙ্গে একেবারে সম্মুখ সমরে দক্ষিণী তারকা।

Advertisement

[আরও পড়ুন: ‘ডাঙ্কিতে দারুণ চমক, আজ অবধি দেখেননি’, চ্যালেঞ্জ শাহরুখের! কিং ম্যাজিকে মুগ্ধ দুবাই]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ