BREAKING NEWS

৯ কার্তিক  ১৪২৮  বুধবার ২৭ অক্টোবর ২০২১ 

READ IN APP

Advertisement

আগামী মাসেই বড়পর্দা কাঁপাতে আসছে সলমন খানের ‘অন্তিম’

Published by: Sulaya Singha |    Posted: October 12, 2021 7:20 pm|    Updated: October 12, 2021 7:20 pm

Salman Khan's Antim releases in theatres worldwide on November 26 | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই যে ফের হল কাঁপাতে আসছেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন সলমন খান। আর দুর্গাপুজোর সপ্তমীতে অনুরাগীদের সুখবর দিলেন বলিউড সুপারস্টার। জানিয়ে দিলেন তাঁর ছবি অন্তিম-এর মুক্তির দিন।

এদিন টুইটারে দাবাং খান জানান, আগামী মাসে অর্থাৎ নভেম্বরের ২৬ তারিখ সিনেমা হলেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি অন্তিম। চলতি বছর ইদে তাঁর ছবি ‘রাধে’ মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে এবার বড়পর্দাতেই ধরা দিতে চলেছেন বলিউডের ভাইজান।  

[আরও পড়ুন: বলিউডে ডেবিউ বিক্রমের, প্রকাশ্যে প্রথম হিন্দি ছবি ‘মেমোরি এক্স’-এর পোস্টার]

মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ‘অন্তিম’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মঞ্জরেকর (Mahesh Manjrekar)। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মারাঠি সিনেমাটি। সেই কাহিনিকেই নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরছেন মহেশ।

শোনা গিয়েছে, ছবিতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ। সলমন খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাঁর চরিত্র। সলমন ও আয়ুষ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে নিকিতিন ধীর (Nikitin Dheer) এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে (Mahima makwana)। প্রথমে নাকি মহিমার চরিত্রে ‘বালিকা বধূ’ খ্যাত অভিকা গরের অভিনয় করার কথা ছিল। পরে মহিমাকে বেছে নেওয়া হয়।পাশাপাশি এই প্রথমবার সলমনের সঙ্গে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে যিশু সেনগুপ্তকেও।

[আরও পড়ুন: ছোট্ট ঈশানকে সামলে ‘স্বামী’ যশের সঙ্গেই মণ্ডপে নুসরত, একসঙ্গে বাজালেন ঢাক

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে

Advertisement

Advertisement