সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলকেও যে এমন হেনস্তার শিকার হতে হবে তা বুঝতে পারেননি ভিকি নিজেও। তাও আবার বলিউডের ভাইজান সলমনের (Salman Khan) নিরাপত্তারক্ষীর হাতে!
হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো হতবাক সবাই। সবার মুখে একটাই কথা। এরকমটাও হতে পারে!
IIFA পুরস্কারের জমজমাট অনুষ্ঠানের জন্য় প্রায় গোটা বলিউড উড়ে গিয়েছে আবু ধাবিতে। এবারের এই শো সঞ্চলনার দায়িত্বে রয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানেরই সাংবাদিক বৈঠকে ভিকির সঙ্গে ঘটল এমন ঘটনা।
[আরও পড়ুন: শার্টলেস রণবীরকে দেখে হতবাক আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র]
No matter who you are, you have to clear the path when Tiger is on his way.
The persona of #SalmanKhan 🔥 pic.twitter.com/pRSB7iwQ82
— MASS (@Freak4Salman) May 25, 2023
ভিডিওতে দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সলমন অনুষ্ঠানের দিকে এগিয়ে আসছেন।
সলমনকে দেখতে পেয়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভাইজানের দিকে এগিয়ে যান ভিকি। আর তখনই সলমনের নিরাপত্তারক্ষীরা রীতিমতো হাত দিয়ে সরিয়ে দেন ভিকিকে। সলমনের চোখে মুখেও ভিকিকে দেখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ক্যাটরিনা কাইফকে বিয়ে করার জন্যই ভিকির এমন হাল। ক্যাটের স্বামী বলেই ভিকির সঙ্গে সলমনের এমন আচরণ। তবে এই নিয়ে মুখ খোলেননি ভিকি ও সলমন।