Advertisement
Advertisement

Breaking News

Saswata Chatterjee

নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় শাশ্বত! ‘টেনশনে ছিলাম’, জানালেন অভিনেতা

অন্য ছবির শুটিং করতে গিয়েই নেতাজির চরিত্রে অভিনয়ের অফার পান শাশ্বত।

Saswata Chatterjee opens up about playing Netaji Subhas Chandra Bose in Swastik Sanket | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 21, 2021 1:22 pm
  • Updated:January 20, 2022 6:24 pm

সুপর্ণা মজুমদার: প্রকাশ্যে এসেছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘স্বস্তিক সংকেত’ (Swastik Sanket) ছবির চরিত্রদের ফার্স্টলুক। তাতেই চমক শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ভূমিকায় অভিনয় করছেন টলিউডের তারকা। আর তা নিয়ে বেশ টেনশনে ছিলেন। কীভাবে এই সফর শুরু হল, জানালেন টেলিফোনে। 

Saswata in Swastik Sanket

Advertisement

ফার্স্টলুক দেখে মনে হচ্ছে, থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে ‘স্বস্তিক সংকেত’। তাতে অতীতের কিছু কাহিনিও উঠে আসবে। সেখানে যেমন হিটলারের মতো ঐতিহাসিক চরিত্রে থাকছে, থাকছে বাংলার গর্বের নেতাজিও। এ চরিত্র শাশ্বতর ঝুলিতে আসে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অনুসন্ধান’ ছবির শুটিং করতে গিয়ে। অভিনেতা জানান, ‘অনুসন্ধান’-এর সঙ্গেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিং হচ্ছিল। তখনই তাঁকে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। 

Advertisement

[আরও পড়ুন: জামাইয়ের সঙ্গে পালালেন শাশুড়ি! বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ মেয়ে]

“এমন একজন বাঙালি যাঁকে গোটা ভারতবর্ষের মানুষ সালুট করেন। একটু তো টেনশন ছিলই। কিন্তু টেনশন করলে তো আর সবসময় চলে না!”, বলেন শাশ্বত। তাঁর কথায়, “আমাদের পক্ষে হয়তো সবসময় নেতাজি হয়ে ওঠা সম্ভব হয় না। অভিনয় দিয়ে, অ্যাটিটিউড দিয়ে যতটুকু করা যায়, ততটাই চেষ্টা করেছি।” ছোটবেলার স্মৃতি ছিলই, এর পাশাপাশি নেতাজির পুরনো ভিডিও দেখেছেন শাশ্বত। তা দেখেই কথা বলা, চলন, দাঁড়ানোর ভঙ্গি রপ্ত করার চেষ্টা করেছেন। 

 

এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘গুমনামি’ ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এবার শাশ্বতর পালা। অবশ্য ছবিতে অল্প সময়ের জন্যই তাঁকে এ চরিত্রে দেখা যাবে। এছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan), গৌরব চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, শতাফ ফিগর।  ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে ছবিটি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saswata Chatterjee (@saswatachatterjeeofficial)

[আরও পড়ুন: বউ পালাল…! দুই রাজমিস্ত্রীর সঙ্গে মুর্শিদাবাদ থেকে মুম্বই পাড়ি বালির ২ গৃহবধূর, তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ