Advertisement
Advertisement
Pather Panchali

দেখবে জগৎ! G20 চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’

আর কোন কোন সিনেমা থাকছে?

Satyajit Ray's classic 'Pather Panchali' to open G20 Film Festival | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 16, 2023 12:27 pm
  • Updated:August 16, 2023 12:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় আবারও মায়েস্ত্রোর ম্যাজিক। অপু, দুর্গা, সর্বজয়াদের বড়পর্দায় দেখবেন দেশ-বিদেশের গণ্যমান্য অতিথিরা। G20 চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ক্লাসিক ‘পথের পাঁচালী’ (Pather Panchali)।

Pather Panchali

Advertisement

G20 সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক আরও বাড়ানোর জন্যই এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (IIC) এবং বিদেশ মন্ত্রকের G20 সচিবালয়। শোনা গিয়েছে, ১৬ আগস্ট অর্থাৎ আজ থেকেই এই উৎসব শুরু হচ্ছে। চলবে সেপ্টেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন বর্ষীয়ান বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) এবং G20 শেরপা অমিতাভ কান্ত।

Advertisement

[আরও পড়ুন: জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন! তুমুল কটাক্ষের মুখে শিল্পা শেট্টি, কী জবাব দিলেন?]

জানা গিয়েছে, ১৬টি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক সিনেমা দেখা হবে এই চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে অস্ট্রেলিয়ার ‘উই আর স্টিল হিয়ার’, ব্রাজিল, জাপানের ‘অ্যারিস্টোক্র্যাটস’ ও ‘মেজক্যুইট’স হার্ট’ রয়েছে। মেক্সিকা এবং দক্ষিণ কোরিয়ার ছবিও দেখা যাবে। তবে সবার প্রথমে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ‘পথের পাঁচালী’।

Satyajit Ray's Pather Panchali

‘পথের পাঁচালী’ মানেই বাঙালির কাছে আবেগ। সিনেমা দেখতে যাঁরা ভালবাসেন, তাঁদের কাছে অপু-দুর্গার এই কাহিনি চিরন্তন। সেই কাহিনি বিদেশের দর্শকদেরও মন ছুঁয়ে গিয়েছে। তাই তো ১৯৫৫ সালে যে সিনেমা মুক্তি পেয়েছিল, তা আজও বিশ্বসেরা। বিশ্বের ১০০টি সেরা সিনেমার তালিকায় ৩৫তম স্থানটি পেয়েছে সত্যজিৎ রায়ের ক্লাসিক। এবার তা দেখবেন গণ্যমান্য অতিথিরা। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের সিডি দেশমুখ অডিটোরিয়ামে বিনামূল্যেই দেখা যাবে প্রত্যেকটি সিনেমা।

[আরও পড়ুন: জুতোয় তেরঙ্গা! নেটিজেনদের রোষানলে পপতারকা এ পি ধিল্লোঁ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ