BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

দীপিকার সামনেই জনকে চুমু খেয়ে বসলেন শাহরুখ, দেখুন বাদশার কাণ্ড

Published by: Suparna Majumder |    Posted: January 31, 2023 7:55 pm|    Updated: January 31, 2023 7:55 pm

Shah Rukh Khan Kisses John Abraham, see video | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাকশন হিরো হিসেবে কামব্যাক করেই তুমুল সাফল্য পেয়েছেন। তবে শাহরুখ খান (Shah Rukh Khan) নামের সঙ্গে রোম্যান্স ওতপ্রোতভাবে জড়িত। কেন? তা ‘পাঠান’-এর (Pathaan) সাংবাদিক বৈঠকেই প্রমাণ করলেন বলিউড বাদশা।

SRK-John-Kiss-1

কথোপকথনের মাঝেই উঠে গিয়ে চুমু খেয়ে বসেন জন আব্রাহামকে (John Abraham)।
‘পাঠান’-এর আয়ের অঙ্ক ৫০০ কোটি পেরোতেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। প্রত্যেকেই বেশ খোশমেজাজে ছিলেন। “করোনার সময় তো রান্না শিখছিলাম। ভেবেছিলাম হয়তো পেশা বদলাতে হবে। তবে গত চার বছরের সব দুঃখ, গত চারদিনে ভুলে গিয়েছি”, এমন কথা শোনা যায় শাহরুখের মুখে।

[আরও পড়ুন: বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে ‘পাঠান’, কিন্তু ছবির তিন মস্ত বড় ভুল কি নজরে পড়েছে?]

যখন জন আব্রাহামের পালা আসে তখনই চুম্বন কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন বাদশা। মাইক হাতে সবে কথা বলতে শুরু করেছিলেন ‘পাঠান’ ছবির খলনায়ক। আচমকা নিজের চেয়ার থেকে উঠে জনের পিছনে চলে যান শাহরুখ। তাঁর গালে চুমু খেয়ে বসেন। এমন ঘটনা যে শাহরুখ ঘটাতে চলেছেন তা একেবারেই বুঝে উঠতে পারেননি জন। যে মানুষটা ক্যামেরার সামনে বিশাল বাইক মাথায় তুলে নেন, সেই মানুষটাই লজ্জায় লাল হয়ে যান। কথার খেই হারিয়ে ফেলেন জন।

SRK-John-Kiss-2

 

শাহরুখ যে দীপিকা বদলে জনকে চুমু খেয়ে বসবেন, তা ফটোশিকারীরাও বুঝতে পারেননি। ফলে আবার চুমু খাওয়ার অনুরোধ করেন তাঁরা। মজার ছলে তখন শাহরুখ বলেন, “আমি লোক দেখানো পছন্দ করি না।” হাসির রোল ওঠে সাংবাদিক বৈঠকে। এমন মুহূর্তে বিশেষ টিপ্পনি করার সুযোগ ছাড়েননি পরিচালক সিদ্ধার্থ আনন্দ। “জন এবার আর ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন না”, বলেন তিনি। এতে সম্মতি জানান অভিনেতা।

‘পাঠান’-এর সাংবাদিক বৈঠকে কেঁদে ফেলেন দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। ফ্যানেদের প্রতিক্রিয়াতেই অভিনেত্রীর চোখে জল আসে। ‘পাঠান’ নিয়ে দর্শকদের উন্মাদনাকে উৎসবের সঙ্গে তুলনা করেন তিনি। 

Deepika-Pathaan

[আরও পড়ুন: রাবণের চরিত্রে অভিনয় করতে নারাজ, রেগেমেগে ‘রামায়ণ’ ছাড়লেন হৃতিক রোশন!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে