Advertisement
Advertisement

Breaking News

Dunki budget

Dunki Budget: ‘পাঠান’, ‘জওয়ান’-এর পথে শাহরুখের ‘ডাঙ্কি’ও? মুক্তির আগেই লাভের ঘরে ১০০ কোটি

'ডাঙ্কি' কতটা কম বাজেটে তৈরি জানলে 'হা' হবেন! 

Shah Rukh Khan’s Dunki made on a low budget, profit of Rs 100 crore | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 23, 2023 7:23 pm
  • Updated:November 23, 2023 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই একলাফে সিনেমার বাজেট ১০০ কোটির উপরে। এযাবৎকাল দর্শক, অনুরাগীমহলে এমন ভাবনা ছিল ঠিকই। উপরন্তু ‘পাঠান’, ‘জওয়ান’-এর মারকাটারি বাজেট দেখে সেই ভাবনায় যে আরও সিলমোহর বসেছে, তাতে সন্দেহ নেই! কিন্তু এবার সেই ধ্যান ধারণা ভেঙে চুরমার করে দিলেন কিং খান। তাঁর পরবর্তী ছবি ‘ডাঙ্কি’ কতটা কম বাজেটে তৈরি হয়েছে জানলে ‘হা’ হবেন! 

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখ খানের পাশাপাশি ভিকি কৌশল ও তাপসী পান্নুর মতো দুই তাবড় বলিউড অভিনেতা থাকলেও ‘ডাঙ্কি’র বাজেট ছিল মোটে ৮৫ কোটি টাকা। তবে এই বাজেটে অবশ্য  তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত করা নেই। কিন্তু সেই হিসেবে দেখতে গেলেও আউটডোর লোকেশনে তারকাদের সঙ্গে গোটা ক্রিউ মেম্বার টিমের থাকা-খাওয়া এবং গোটা কর্মযজ্ঞের নিরীখে তুলনামূলক কম বাজেট। বিগত কয়েক বছরে শুধু শাহরুখ কেন বলিপাড়ার কোনও সুপারস্টারের ছবিই এত স্বল্প বাজেটে তৈরি হয়নি। কিন্তু তবুও মুক্তির আগে ১০০ কোটি টাকার লাভ করে ফেলেছে ‘ডাঙ্কি’। 

Advertisement

[আরও পড়ুন: প্রথম প্রেম কি ভোলা যায়? কাপুরবধু হয়েও করণের শোয়ে প্রাক্তন সিদ্ধার্থকে নিয়ে ‘আগল খোলা’ আলিয়া]

শাহরুখের বিগত কয়েক বছরের সিনেমার বাজেটের হিসেব দেখলেই তা স্পষ্ট হবে। ‘জব হ্যারি মেট সেজল’-এর বাজেট ছিল ৯০ কোটি। ‘রাইস’ তৈরি হয়েছিল ৯০-৯৫ কোটি টাকায়। ‘জিরো’র বাজেট আরও বেশি, প্রায় ২০০ কোটি টাকা। ‘পাঠান’ তৈরি হয় ২৪০ কোটি টাকায় এবং ‘জওয়ান’-এর ক্ষেত্রে খরচ হয়েছিল ৩০০ কোটি টাকায়। সেক্ষেত্রে পরিচালক রাজকুমার হিরানি ‘ডাঙ্কি’তে খুব সচেতনভাবেই খরচ করেছেন। মোট ৭৫ দিনে শুটিং শেষ করেছেন। যার মধ্যে শাহরুখ খানের শিডিউল ছিল মোট ৬০ দিনের। কিং খান যেহেতু জওয়ান-এর পাশাপাশি ‘ডাঙ্কি’র শুট করেছেন, তাই খুব স্মার্টলি তাঁর শিডিউল সাজিয়েছিলেন পরিচালক। 

Advertisement

বলিউড মারফৎ খবর, শাহরুখ এবং হিরানি দুজনেই নাকি ‘ডাঙ্কি’র লাভের অংশীদার। ‘জওয়ান’-এর পথে হেঁটেই ‘নন থিয়েট্রিকাল’ (ওটিটি কিংবা টেলিভিশন চ্যানেল) মুক্তির আগে স্বত্ত্ব বিক্রি করে ফেলেছে। তাও আবার বিশাল দরে! হিসেব বলছে, সেক্ষেত্রে শাহরুখ-হিরানি জুটি ইতিমধ্যেই ১০০ কোটি টাকা লাভ করে ফেলেছে ‘ডাঙ্কি’র দৌলতে। টিজার এবং গানের ঝলক দেখেই সিনে বাণিজ্য বিশ্লেষকদের দাবি, এই সিনেমাও হাজার কোটি টাকার গণ্ডী ছাড়াবে। 

[আরও পড়ুন: বদলার আগুন! ‘অ্যানিম্যাল’-এর রক্তাক্ত ট্রেলারে রোমহর্ষক রণবীর, শিহরিত নেটপাড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ