সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচ্চন পরিবারের অশান্তি নিয়ে নিত্যদিন কোনও না কোনও জল্পনা শোনা যাচ্ছে। এবার অমিতাভকন্যা শ্বেতার পোস্ট ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল। মহিলা নেকড়ের স্বভাব সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন শ্বেতা। তাতেই কি ভাই অভিষেকের বউ ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) ঠেস দিলেন? উঠছে প্রশ্ন।
গত বছরের দিওয়ালি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে আবার খবর, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বউমা ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। ননদের সঙ্গেও একইরকম সম্পর্ক। মেয়েকে নিয়ে নাকি বাপেরবাড়িতে গিয়ে উঠেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
যদিও এমন রটনা নিয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি। আবার শ্বেতা নন্দা-সহ গোটা বচ্চন পরিবারকেই অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গিয়েছে। কিন্তু তার পরও যেন টানাপোড়েন চলছে। অভিষেকের জন্মদিনে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা। কিন্তু এদিনই আবার ইনস্টাগ্রামে মহিলা নেকড়ে সংক্রান্ত পোস্টটি করেছেন।
শ্বেতা যে পোস্ট শেয়ার করেছেন তার ভাবার্থ, “নিজের জায়গা পাওয়ার জন্য কিংবা টিকিয়ে রাখার জন্য মহিলা নেকড়ে বহু দূর যেতে পারে। হয়তো নেকড়দের থেকেও কিছু শেখা উচিত, অথবা আমাদের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা শিখেও ফেলেছে।” মনে করা হচ্ছে নিজের এই পোস্টে ভাইয়ের বউ ঐশ্বর্যকেই বিঁধেছেন শ্বেতা। কিছুদিন আগে আবার শ্বেতার মেয়ে নভ্যার পডকাস্টে কথা বলতে গিয়ে জয়া বচ্চন বলেছিলেন, ছেলে অভিষেকের থেকে মেয়ে শ্বেতাই তাঁর বেশি আপন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.