Advertisement
Advertisement
Smriti Irani Miscarriage

প্রবল রক্তপাত নিয়েই শুটিং, দিতে হয় গর্ভপাতের প্রমাণ! অতীত নিয়ে বিস্ফোরক স্মৃতি ইরানি

হাসপাতালে গিয়েও তারকাকে মেটাতে হয় সেলফির আবদার।

Smriti Irani called to work just a day after she suffered a miscarriage Ekta Kapoor | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 25, 2023 9:16 pm
  • Updated:March 25, 2023 9:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিচ্ছাকৃত গর্ভপাতের জেরে প্রবল রক্তপাত হয়েছিল। সেই অবস্থার যন্ত্রণা নিয়েই ‘কিউকি সাঁস কি কভি বহু থি’র শুটিং করতে হয়েছিল। আর প্রযোজক একতা কাপুরকে (Ekta Kapoor) দিতে হয়েছিল গর্ভপাতের প্রমাণ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর তথ্য জানালেন স্মৃতি ইরানি (Smriti Irani)।

Smriti Iran

Advertisement

‘দ্য স্লো ইন্টারভিউ’তে নীলেশ মিশ্রর মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী। সেখানেই অতীতের এই সাংঘাতিক অভিজ্ঞতা জানান। সেই সময় একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস কি কভি বহু থি’র পাশাপাশি রবি চোপড়ার ‘রামায়ণ’-এও অভিনয় করছিলেন স্মৃতি। তাঁর শুটিংয়ের শিডিউল দু’ভাগে বিভক্ত ছিল। সকালে ‘রামায়ণ’-এর সেটে যেতেন, আর বেলায় যেতে হত ‘কিউকি সাঁস কি কভি বহু থি’র শুটিং করতে।

[আরও পড়ুন: ঋতাভরী-আবিরের সংসারে মিষ্টি মিষ্টি প্রেম, ‘ফাটাফাটি’ ছবির নতুন গানে জমজমাট রসায়ন ]

শুটিংয়ের মাঝেই অসুস্থ বোধ করেন স্মৃতি। অনুমতি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকা রক্তপাত হতে থাকে। বিপদ বুঝে স্মৃতি অটো দাঁড় করান। অটোচালক ‘কিউকি সাঁস কি কভি বহু থি’র তুলসী ভিরানিকে দেখে অবাক হয়ে যান। স্মৃতি তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নার্স আবার তাঁকে দেখেই অটোগ্রাফ চেয়ে বসেন। নার্সের আবদার মিটিয়েই স্মৃতি জানান, তাঁর প্রবল রক্তপাত হচ্ছে। কিছুক্ষণ পর অভিনেত্রী জানতে পারেন তাঁর গর্ভপাত হচ্ছে। অভিনেত্রীর স্বামী জুবিন তখন বিদেশে ছিলেন। তাই সমস্ত কিছু তাঁকে একাই সামলাতে হয়।

Smriti-Ekta

স্মৃতি জানান, সেই রাতেই তাঁর কাছে বালাজির পক্ষ পরদিনের শুটিংয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে প্রোডাকশনে কিছু লোক একতাকে বলেছিলেন, স্মৃতির নাটক করছেন। সত্যি গর্ভপাত হলে নাকি এভাবে শুটিং ফ্লোরে আসা যায় না। অভিনেত্রী যন্ত্রণা সহ্য করেও শুটিং করেছিলেন। এবং পরদিন একতা কাপুরকে গর্ভপাতের প্রমাণ হিসেবে মেডিক্যাল সার্টিফিকেটও দেখিয়েছিলেন। বলেছিলেন, “ভ্রুণ তো বেঁচে নেই তাই তা দেখানো সম্ভব নয়।” একতা তখন আর স্মৃতির সার্টিফিকেট দেখতে চাননি।

smriti-irani

অন্যদিকে, রবি চোপড়ার শুটিংয়ের বেশি প্রয়োজন ছিল। কারণ সেখানে ব্যাংকিং ছিল না। আর স্মৃতি করছিলেন সীতার চরিত্র। ফলে তা বাদ দিয়ে শুটিং করা বেশ কঠিন ছিল। কিন্তু রবি চোপড়া স্মৃতির মুখের কথা শুনেই শুটিং বাতিল করে দিয়েছিলেন। সুস্থ হয়েই কাজে ফিরতে বলেছিলেন।

[আরও পড়ুন: লকডাউনের তীব্র অস্বস্তি ফেরাল ‘ভিড়’, অভিনয়ে দুর্ধর্ষ রাজকুমার রাও ও পঙ্কজ কাপুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement