Advertisement
Advertisement

Breaking News

সোনাক্ষী সিনহা

মায়ের হয়ে লখনউতে জোরদার প্রচার সোনাক্ষী সিনহার, রোড শোয়ে উপচে পড়া ভিড়

লখনউতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে প্রচার সোনাক্ষী সিনহার।

Sonakshi Sinha with her brother held road show for mother Poonam Sinha
Published by: Sandipta Bhanja
  • Posted:May 5, 2019 9:19 pm
  • Updated:May 5, 2019 9:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাক্ষী আপাতত ব্যস্ত সলমনের ‘দাবাং থ্রি’র শুটে। তবে ব্যস্ত শিডিউলের মাঝেই মায়ের সমর্থনে পথে নামলেন বলিউড অভিনেত্রী। শুক্রবার মা পুনম সিনহার সঙ্গে রোড শো করলেন তিনি। বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে লখনউ থেকে সমাজবাদী পার্টির তরফে ভোটে লড়ছেন শত্রুঘ্ন-ঘরনি পুনম। অন্যদিকে, শত্রুঘ্ন সিনহা নিজেও কংগ্রেসে যোগ দিয়ে পাটনা সাহিব থেকে নির্বাচনে লড়ছেন।

[আরও পড়ুন:  জানেন, কেন কানাডার নাগরিকত্ব ছাড়তে চান না অক্ষয়? ]

Advertisement

শুক্রবার ভাই কুশ সিনহাকে সঙ্গে নিয়ে মায়ের রোড শোতে যোগ দেন সোনাক্ষী। অভিনেত্রীর পাশে দেখা গিয়েছে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবকেও। চড়া রোদকে উপেক্ষা করে মায়ের পাশে হাসিমুখে হাত নাড়ছিলেন তিনি। হজরতগঞ্জ থেকে শুরু হয়ে মোট ৬ কিলোমিটার চলে রোড শো। কখনও জিপে সওয়ারি সোনাক্ষীকে দেখা গিয়েছে। আবার কখনও বা তাঁকে দেখা গিয়েছে পথে নেমে, হেঁটে সাধারণ মানুষের কাছে গিয়ে মাকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছিলেন। রোড শোয়ের পরও অভিনেত্রী অখিলেশের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। সূত্রের খবর অনুযায়ী, ওই কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনাও করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন:  ফের জুটি বাঁধছেন সলমন-ক্যাটরিনা, কোন ছবিতে জানেন?]

প্রসঙ্গত, এপ্রিল মাসেই পুনম সিনহা সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এবার পুনমের পরীক্ষা ৬ মে। কারণ, ওই দিনই ভোট লখনউতে। প্রতিদ্বন্দ্বীও গেরুয়ার শিবিরের হেভিওয়েট প্রার্থী তথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এর আগে বাবা শত্রুঘ্ন সিনহার দল বদলানো নিয়ে মুখ খুলেছিলেন তিনি। শত্রুঘ্নর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে দলের অন্দরে যখন প্রবল সমালোচনা চলছিল, মেয়ে সোনাক্ষী সিনহা সেসব নিন্দুকদের দিকে ছুঁড়ে দিয়েছিলেন কড়া জবাব। অভিনেত্রী বলেছিলেন, ‘তাঁর বাবার নাকি এটা অনেক আগেই করা উচিত ছিল।’ তবে, এদিনের রোড শোতে শত্রুঘ্নকে দেখা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ