Advertisement
Advertisement

Breaking News

জ্যাক অ্যান্ড্রিউ

ফের করোনার বলি হলিউডে, প্রয়াত ‘স্টার ওয়ারস’ খ্যাত অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাক

শোকের ছায়া হলিউডে।

'Star Wars' famed actor Andrew Jack dies of coronavirus
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2020 11:14 am
  • Updated:April 1, 2020 12:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনার বলি বিনোদনজগতে। আবারও দুঃসংবাদ হলিউডে। ইটালিয়ান অভিনেত্রী লুসিয়া বোস, হলিউড অভিনেতা মার্ক ব্লুমের পর এবার করোনার কামড়ে মৃত্যু ঘটল ‘স্টার ওয়ারস’ অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাকের। মঙ্গলবার ব্রিটেনের সারের এক হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা অ্যান্ড্রিউ। বুধবার সকালে এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন অভিনেতার ব্যক্তিগত সচিব জিল ম্যাকুলাফ।

মৃত্যুকালে অভিনেতা অ্যান্ড্রিউ জ্যাকের বয়স হয়েছিল ৭৬ বছর। কোয়ারেন্টাইনে ছিলেন বহু আগে থেকেই, কিন্তু দিন দুয়েক আগেই  তাঁর শরীরে যে মারণ ভাইরাস করোনার সংক্রমণ ঘটেছে, তা ধরা পড়ে। এরপর ব্রিটেনের সারে অঞ্চলেরই এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মঙ্গলবার মারা যান তিনি। অন্তিম শয্যায় প্রিয় স্ত্রী গ্যাব্রিয়েল রজার্সকেও দেখতে পাননি। কারণ, গ্যাব্রিয়েল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

Advertisement

স্বামীর মৃত্যুর সংবাদ শুনে কোয়ারেন্টাইনে থাকা স্ত্রী গ্যাব্রিয়েল রজার্স সোশ্যাল মিডিয়াতেই শোকাবার্তা জ্ঞাপন করেছেন। লিখেছেন, “অ্যান্ড্রিউ জ্যাকের শরীরে দিন দুয়েক আগেই করোনা সংক্রমণ ধরা পড়েছিল। কোনও বেদনা সইতে হয়নি। ওঁর পরিবারের সকলেই যে ওঁর সঙ্গে ছিল এবং থাকবে, এটাই জেনেই পরম শান্তিতে ঘুমোতে গেল।”

Advertisement

[আরও পড়ুন: মানবিক নুসরত, ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের পাশে বসিরহাটের সাংসদ]

অভিনেতার ব্যক্তিগত সচিব জানিয়েছেন, টেমসের অন্যতম পুরনো হাউসবোটেই থাকতেন অ্যান্ড্রিউ জ্যাক। ভীষণরকম স্বাধীনচেতা ব্যক্তি ছিলেন। তবে হ্যাঁ, স্ত্রী গ্যাব্রিয়েলাকে ভীষণই ভালবাসতেন। ‘সোলো: আ স্টার ওয়ারস স্টোরি’, ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়াকেনস’ এবং ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’তে অ্যান্ড্রিউকে দেখা গিয়েছিল জেনারেল এমাট এর ভূমিকায়। অভিনেতার পাশাপাশি তিনি হলিউডের নামকরা ডায়ালেক্ট কোচও ছিলেন। হলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সবার সঙ্গে কাজ করেছেন তাঁর ফিল্মি কেরিয়ারে। রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিস হেমসওয়ার্থও তাঁর সঙ্গে কাজ করেছেন।  

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন পাঠালেই মিলবে ওষুধ, অভিনব উদ্যোগ সাংসদ মিমি চক্রবর্তীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ