BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মেহেন্দিতে গেরুয়া পোশাক, বিয়েতে লাল বেনারসি, দিল্লিতে জমজমাট স্বরা-ফাহাদের বিয়ে, দেখুন ছবি

Published by: Akash Misra |    Posted: March 13, 2023 7:13 pm|    Updated: March 13, 2023 7:16 pm

Swara Bhasker stunned in an Anarkali at her mehendi function| Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ ফেব্রুয়ারি ফাহাদ আহমদের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন স্বরা ভাস্কর। একমাসের মধ্য়েই এবার দিল্লিতে দিদিমার বাড়িতে স্বরা সেরে ফেললেন সামাজিক বিয়ে। গায়ে হলুদ থেকে সঙ্গীত সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। সোশ্য়াল মিডিয়ায় স্বরা শেয়ার করলেন বিয়ের নানা অনুষ্ঠানের ছবি।

ছবিতে দেখা গিয়েছে মেহেন্দির অনুষ্ঠানে গেরুয়া রঙের আনারকলিতে সেজে উঠেছিলেন স্বরা (Swara Bhaskar)। সঙ্গীতে স্বরা ও ফাহাদ দুজনের পরনেই ছিল সবুজ রঙের পোশাক। শুধু তাই নয়, মেহেন্দি দিয়ে হাতে স্বরার নাম লিখলেন ফাহাদ। 

ইনস্টাগ্রামের স্টোরিতে স্বরা শেয়ার করলেন তাঁর বিয়ের পোশাকের ছবিও। যেখানে দেখা গিয়েছে লাল বেনারসিতে স্বরার ছিমছাম সাজ।

টুক করে বিয়ে সেরে ফেলেছেন স্বরা ভাস্কর। সে খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন স্বরা। রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন স্বরা। সে খবরের রেশ কাটতে না কাটতেই ফের বিয়ের খবর দিলেন অভিনেত্রী। তবে এবার সই-সাবুদ নয়, বরং রীতি মেনেই বিয়ে করবেন স্বরা ও ফাহাদ। সেই বিয়ের কার্ডই এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর অনুযায়ী, দিল্লিতে বসবে এই বিয়ের আসর।

[আরও পড়ুন: ‘RRR’কে বলিউড সিনেমা বলায় বিপত্তি, নেটিজেনদের রোষানলে অস্কারের সঞ্চালক জিমি]

কার্ডেও রয়েছে অভিনবত্ব। কার্ডে দেখা গিয়েছে, নিজেদের পোষ্য বিড়ালকে নিয়ে জানলার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বরা ও ফাহাদ। সামনে মেরিন ড্রাইভ আর প্রতিবাদের মিছিল। শুধু তাই নয়, আমন্ত্রণপত্রে উঠে এল লাভ জিহাদ ও CAA-এর মতো প্রসঙ্গ। ঠিক যেন তাঁদের প্রেমকাব্য।

সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। তারপর থেকেই সোশ্য়াল মিডিয়ায় ট্রোলের শিকার স্বরা। তবে এ সব ট্রোলকে একেবারেই পাত্তা না দিয়ে স্বরা এবার যা করলেন, তা দেখে সবাই হতবাক।

[আরও পড়ুন: নটীর জীবনের সুন্দর কোলাজ ‘বিনোদিনী অপেরা’, মন ছুঁয়ে যায় সুদীপ্তার অভিনয় ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে