Advertisement
Advertisement

Breaking News

srijit mukherjis

সৃজিতই সেরা! ‘রে’ সিরিজের প্রশংসায় পোস্ট তসলিমা নাসরিনের

সৃজিতের প্রশংসায় কী লিখলেন তসলিমা?

taslima nasrin is impressed with srijit mukherjis Netflix series ray | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 30, 2021 8:48 pm
  • Updated:June 30, 2021 8:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) গল্প অবলম্বনে নতুন সিরিজ ‘রে’। তা মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সিরিজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বিতর্কও হয়েছে প্রচুর। আর এই বিতর্ক মূলত চলছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পরিচালিত দুই ছবি ‘ফরগেট মি নট’ ও ‘বহুরুপিয়া’ নিয়েই। ফেসবুক, টুইটারে সৃজিতের প্রশংসাও যেমন চলছে, তেমনিই বিতর্কের ঝড়ও। অনেকেই সত্যজিতের গল্পকে নতুন মোড়কে আনার জন্য পরিচালকদের বাহবা দিচ্ছেন আবার অনেকেই গল্প বদলের জন্য সমালোচনাও করছেন। সৃজিত ছাড়াও এই সিরিজে আরও দুটি ছবি পরিচালনা করেছেন অভিষেক চৌবে এবং ভাসান বালা।

[আরও পড়ুন:জঙ্গি হানার গল্প নিয়ে প্রথম ওয়েব সিরিজেই চমক দিতে চলেছেন অক্ষয় খান্না]

ঠিক এরই মাঝে ‘রে’ সিরিজের প্রশংসায় একেবারে পঞ্চমুখ লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সিরিজ দেখে ফেসবুক পোস্টে সৃজিতকে সেরার শিরোপা দিলেন তসলিমা। সৃজিতকে বাহবা দিয়ে তসলিমা লিখলেন, ‘সত্যজিৎ রায়ের গল্পের ওপর ভিত্তি করে চারটে ছোট ছোট ছবি দেখাচ্ছে নেটফ্লিক্স, শুনেছি, কিন্তু সত্যি বলতে কী, দেখার তেমন ইচ্ছে ছিল না , কারণ দেখলে ভালো লাগবে এমন বিশ্বাস ছিল না। আঁতেলদের নিন্দে শুনেই দেখার ইচ্ছে জাগলো। দেখে তো রীতিমত মুগ্ধ আমি। কয়েক- দশক- পুরোনো গল্পের এমন অবিশ্বাস্য আধুনিকীকরণ করতে সাহস তো দরকারই, কল্পনাশক্তি আর শিল্পবোধও প্রচণ্ড দরকার। ছক ভাঙা সোজা ব্যাপার নয়। তুখোড় শিল্পী হলেই পারেন। সত্যজিৎ রায়কে বয়স্ক আঁতেলদের বুকপকেট থেকে বের করে এনে পুরো ভারতবর্ষের, এমনকী পুরো বিশ্বের নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন ওঁরা। অভিষেক চৌবে চমৎকার, ভাসান বালাও ভালো। আর আমাদের সৃজিত মুখার্জি যত ছবি বানিয়েছেন, মনে তো হচ্ছে তাঁর এ দুটো সবার সেরা।’

Advertisement

Advertisement

 

[আরও পড়ুন: ওয়েব সিরিজে রণবীর-বিয়ার গ্রিলস জুটি, শুটিং হবে সাইবেরিয়ার ঠান্ডায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ