সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদ প্রতিদিন ডিজিটালেই প্রথম পরবর্তী ছবির কথা জানিয়ে ছিলেন ‘দ্য কেরালা স্টোরি’ ছবি খ্যাত পরিচালক সুদীপ্ত সেন। একান্ত সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, তাঁর নতুন ছবির প্রেক্ষাপট ভারতের মাওবাদী আন্দোলনের পঞ্চাশ বছর। আর এবার প্রকাশ্য়ে এল সেই ছবির পোস্টার এবং মুক্তির তারিখ। ছবির নাম ‘বাস্তার’। ‘দ্য কেরালা স্টোরি’র পর এই ছবিতেও অভিনয় করেছেন অভিনেত্রী আদা শর্মা। সুদীপ্তর এই নতুন ছবিতে দেখা যাবে রাইমা সেনকেও। ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক বিপুল শাহই এই নতুন ছবিটির প্রযোজনা করছেন। ছবিটি মুক্তি পাবে ১৫ মার্চ।
২০২৩ সালে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) মুক্তির পর থেকেই টক অফ দ্য টাউন ছিল। নানা বিতর্ককে সঙ্গে নিয়েই তাবড় তাবড় বলিউড সিনেমার বক্স অফিসের ব্যবসাকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল এই ছবি। ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই গোটা বাংলায় নিষিদ্ধ হয় ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবি নিয়ে বিতর্কের ঝড় যেন আরও তীব্র হয়। পরে অবশ্য় সপ্তাহ ঘুরতেই নিষেধাজ্ঞা ওঠে। তবে সিনেমা হলে শো না পাওয়ার কারণে বাংলার বহু সিনেপ্রেমী মানুষরা ছবিটি দেখতে পাননি। আর এবার ‘দ্য কেরালা স্টোরি’র দেশ জুড়ে সাফল্যকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবি দর্শকদের উপহার দিতে তৈরি সুদীপ্ত সেন।
View this post on Instagram
সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে পরিচালক সুদীপ্তকে যোগাযোগ করা হলে তিনি আপাতত ‘বাস্তার’ নিয়ে বেশি কথা ফাঁস করতে চাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.