BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ভোট প্রচারে গিয়ে রাস্তা থেকে সবজি কিনে বাড়ি ফিরলেন নুসরত, ভাইরাল ছবি

Published by: Suparna Majumder |    Posted: April 2, 2021 7:34 pm|    Updated: April 2, 2021 7:34 pm

TMC MP Nusrat Jahan bought vegetables after campaigning for TMC Candidate | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সত্তার তুলনায় এখন তৃণমূল সাংসদের (TMC MP) ভূমিকা বেশি। ভোটের আবহে জেলায় জেলায় ঘুরে দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন নুসরত জাহান (Nusrat Jahan)। আবার রান্নাঘরের ভাঁড়ারের খেয়ালও রাখছেন। তাই তো বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী (Behala Purba) রত্না চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার সেরেই বাজার করতে নেমে পড়েন রাস্তায়। দিব্যি আলু, পটল, শাকসবজির দরদাম করেন। জুতসই সবজি কিনে আবার বাড়িতেও নিয়ে যান অভিনেত্রী-সাংসদ।

বৃহস্পতিবার রত্না চট্টোপাধ্যায়ের (TMC Candidate) হয়ে রোড শো করেন নুসরত। বাদামি-কালোর কম্বনেশনে শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তাতেই গ্ল্যামারের ছটা ঠিকরে পড়ছিল। হাসিমুখে কখবও হাত জোড় করে, কখনও আবার হাত নেড়ে অভিবাদন জানান বেহালা পূর্বের মানুষদের। দলের প্রার্থীর হয়ে ভোট কামনা করেন। অনুরাগীর দেওয়া মালা ভালবাসে গলায় পরে নেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ɴᴜsʀᴀᴛ_ᴊᴀʜᴀɴ_ғᴀɴ_ғᴏʀᴇᴠᴇʀ ❤🤞🏻 (@nusrat_jahan_fan_forever)

[আরও পড়ুন: মোদির বাংলা ভাষণ ও ‘দিদি’র হিন্দি ভাষা নিয়ে ফেসবুক পোস্টে বিদ্রুপ শ্রীলেখার ]

প্রচার সেরে ফেরার পথে রাস্তার পাশে বসা সবজি বিক্রেতাকে দেখেই গাড়ি থেকে নেমে পড়েন বসিরহাটের সাংসদ। পটল, ঝিঙে, উচ্চে, কুমড়ো, শসা, টমেটো, লঙ্কার পাশাপাশি নানা ধরনের শাক নিয়ে বসেছিলেন বিক্রেতা। নিরাপত্তা রক্ষীকে পাশে রেখে সবজি বাছতে শুরু করে দেন তারকা। এমনই দু’টি ছবি আপলোড করা হয়েছে নুসরতের ফ্যান পেজ থেকে। একটি ছবিতে শাক কিনতেও দেখা যায় নুসরতকে। নায়িকার ঘর ও বাহির সামলানোর দক্ষতায় মুগ্ধ অনেকেই। কমেন্টবক্স ভরে গিয়েছে প্রশংসায়। ‘যে রাঁধে সে চুলও বাঁধে’- ছবিগুলি ভাইরাল হওয়ার পর বসিরহাটের সাংসদের হয়ে এমন কথাও বলছেন অনেকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ɴᴜsʀᴀᴛ_ᴊᴀʜᴀɴ_ғᴀɴ_ғᴏʀᴇᴠᴇʀ ❤🤞🏻 (@nusrat_jahan_fan_forever)

[আরও পড়ুন: ‘বারাকপুরে তৃণমূলের জিত নিশ্চিত’, শুভশ্রীর সঙ্গে মন্দিরে পুজো দিয়ে দাবি রাজের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে