Advertisement
Advertisement

Breaking News

যুবককে ট্রাফিক আইন মানার পরামর্শ দিয়ে ‘ট্রোলড’ রণবীর!

অভিনেতার বিরুদ্ধে উঠল দুর্ব্যবহারের অভিযোগ৷

‘Traffic violator’ slams Ranveer Singh, netizens back actor
Published by: Sayani Sen
  • Posted:September 5, 2018 7:08 pm
  • Updated:September 5, 2018 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় আবর্জনা ফেলার প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়েছিল বিরাট-অনুষ্কাকে৷ এবার নেটদুনিয়ায় কটাক্ষের শিকার রণবীর সিং৷ এক যুবককে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি৷ পালটা রণবীরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করল ওই যুবক৷

[শিক্ষক দিবসে ‘সুপার ৩০’ ছবির পোস্টার প্রকাশ হৃতিকের]

দিনকয়েক আগের ঘটনা৷ গাড়ি নিয়ে যাচ্ছিলেন রণবীর সিং৷ অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল ওই যুবক৷ রাস্তার মাঝেই রণবীরের গাড়িতে ধাক্কা দিতে যাচ্ছিল সে৷ রেগে যান অভিনেতা৷ গাড়ি থেকে নেমে ওই যুবকের সঙ্গে কথা বলতে যান তিনি৷ কিন্তু অভিনেতার সঙ্গে কথা বলার সময় কোথায় ওই যুবকের? রণবীর দেখেন নিজের মোবাইলেই কথা বলতে ব্যস্ত যুবক৷ দুর্ঘটনা ঘটতে চললেও কোনও হুঁশই নেই তার৷ তাতেই আরও বিরক্ত হন রণবীর৷ ফোনালাপে বিঘ্ন ঘটিয়েই ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি৷ এখানেই শেষ হয়ে যায় ঘটনাটি৷

Advertisement

[অনুষ্ঠানে গান গেয়ে বিপাকে কুমার শানু, পুলিশে অভিযোগ দায়ের]

রাস্তাতেই মিটে গিয়েছিল গোটা ঘটনাটি৷ কিন্তু নেটদুনিয়ায় এই ঘটনার কথা তুলে ধরে ওই যুবক৷ ইনস্টাগ্রামে সেদিনের কথা তুলে ধরে সে৷ রাস্তার মাঝে গাড়ি চলছে এমনই একটি ভিডিও পোস্ট করে ওই যুবক৷ দাবি করে, দুর্ঘটনা তো দূর অস্ত৷ রাস্তার মাঝে প্রায় বিনা কারণেই রণবীর সিং নাকি তাকে অপমান করেছে৷ রণবীর সিংকে ভদ্রতা শেখারও পরামর্শ দেয় ওই যুবক৷ রণবীরের কেরিয়ার নিয়েও খোঁচা দিতে ভোলেনি যুবকটি৷

Advertisement

[বিয়ের পরই ফের হলিউডের পথে ‘ডিম্পল গার্ল’ দীপিকা!]

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ওই ভিডিওয় রণবীর সিংকে দেখা যায়নি৷ ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন করেছেন নেটিজেনদের একাংশ৷ রণবীরের পাশেই দাঁড়িয়েছেন তাঁরা৷ নির্ধারিত ট্রাফিক আইন মেনে ওই যুবককে গাড়ি চালানোর পরামর্শও দিয়েছেন কেউ কেউ৷ মোবাইল কানে নিয়ে গাড়ি চালানোর অভিযোগে মুম্বই পুলিশকে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আরজি জানিয়েছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ