১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

Urfi Javed: উরফি জাভেদ অন্তঃসত্ত্বা? অভিনেত্রীর স্ফীত উদরের ছবি ভাইরাল হতেই তুঙ্গে জল্পনা

Published by: Sayani Sen |    Posted: January 29, 2023 8:08 pm|    Updated: January 29, 2023 8:08 pm

Urfi Javed is Pregnant? Speculations arise after image goes viral । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে সুতোটুকু নেই। কখনও চটের বস্তা। আবার কখনও মোবাইল কিংবা চুলের বিনুনি দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকে প্রায়শই ছবি পোস্ট করেন উরফি জাভেদ। অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য ভাইরাল অভিনেত্রী। বারবার তাঁকে বয়কটের দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা। সেই উরফির ইনস্টাগ্রাম স্টোরি নিয়ে তুঙ্গে জল্পনা। অভিনেত্রীর স্ফীত উদরের ছবি দেখে অনেকেরই প্রশ্ন উরফি কি অন্তঃসত্ত্বা? জল্পনার জবাবও দিয়েছেন তিনি।

Urfi

ব্যাপারটা খোলসা করতে চলুন উরফির ইনস্টাগ্রাম স্টোরিতে নজর রাখা যাক। অভিনেত্রীর পরনে সাদা বিকিনি। তাঁকে পেঁচিয়ে রয়েছে রড।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Uorfi (@urf7i)

[আরও পড়ুন: কেন রেগেমেগে ভক্তের ফোন ছুড়ে ফেলেছিলেন রণবীর? দীর্ঘদিন পর জানা গেল সেই তথ্য]

স্বল্পবসনা উরফিকে যাঁরা নিত্যদিন দেখেন, তাঁদের কাছে এ দৃশ্য খুব একটা অবাক করা নয়। তবে উরফির স্ফীত উদরে নজর আটকাল সকলের। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন তবে কি অন্তঃসত্ত্বা উরফি? কার সঙ্গে সহবাস করছেন অভিনেত্রী, সে প্রশ্ন করতেও বাদ রাখেননি অনেকেই।

Urfi Javed

 

তবে ছবির নিচে উরফির ক্যাপশনে সব জল্পনার অবসাদ। অভিনেত্রী নিজেই লিখেছেন, “রজঃস্বলা অবস্থায় প্রথম দিনের ছবি। তাই আমাকে খানিকটা অন্তঃসত্ত্বার মতো লাগছে।”

Urfi-Javed

পরের স্টোরিতেও প্রায় একই ছবি পোস্ট করেন উরফি। ক্যাপশনে লেখেন, “মেয়েরা তোমরা নিজেকে কষ্ট দিও না, মেদহীন পেট ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই না।”

Urfi-Javed

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। অদ্ভুত ছবি পোস্ট করে চরম সমালোচনার শিকার অভিনেত্রী। তাঁকে বয়কটের ডাকও দিয়েছে নেটিজেনদের একাংশ।
Uorfi Javed Covers Her breast With Blue Wings

[আরও পড়ুন: রেকর্ড ভেঙেই চলেছে ‘পাঠান’, চার দিনেই ঢুকে পড়ল চারশো কোটির ক্লাবে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে