Advertisement
Advertisement

Breaking News

Shiv Subrahmanyam Death

প্রয়াত বলিউডের বিশিষ্ট অভিনেতা শিব সুব্রহ্মণ্যম

দু'মাস আগেই একমাত্র সন্তানকে হারিয়েছেন শিব সুব্রহ্মণ্যম।

Veteran actor and screenwriter Shiv Subrahmanyam passes away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 11, 2022 9:55 am
  • Updated:April 11, 2022 10:26 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই দুঃসংবাদ। প্রয়াত বিশিষ্ট অভিনেতা  তথা চিত্রনাট্যকার শিব সুব্রহ্মণ্যম (Shiv Subrahmanyam)। টুইট করে খবরটি জানান প্রযোজক অশোক পণ্ডিত। “অসাধারণ একজন অভিনেতা, বন্ধু এবং অসামান্য একজন মানুষ শিব সুব্রহ্মণ্যম, তাঁর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। শিবের স্ত্রী দিব্যার প্রতি সমবেদনা রইল। ঈশ্বর যেন ওঁকে এই দুঃখ সইবার শক্তি দেন। ওঁ শান্তি।” 

Ashok Pandit Tweet

Advertisement

অভিনেতা-চিত্রনাট্যকার হিসেবে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শিব। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘পরিন্দা’ সিনেমার চিত্রনাট্য তিনিই লিখেছিলেন।  ছবিতে অভিনয় করেছিলেন ফ্রান্সিসের ভূমিকায়। তারপর ‘প্রহার’, ‘১৯৪২: লাভ স্টোরি’, ‘বম্বে বয়েজ’, ‘কামিনে’, ‘স্ট্যানলি কা ডাব্বা’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘চামেলি’, ‘তিন পাত্তি’র মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন। 

Advertisement

Shiv-Subrahmanyam-Death

[আরও পড়ুন: দেব নয়, প্রসেনজিতের সঙ্গে রোম্যান্সে ব্যস্ত রুক্মিণী, ব্যাপার কী? দেখুন ভিডিও]

‘টু স্টেট’ সিনেমায় আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন শিব সুব্রহ্মণ্যম। শেষ নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। কী কারণে শিব সুব্রহ্মণ্যমের মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সোমবারই মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

Shiv Subrahmanyam Death 1

অভিনেতার মৃত্যুতে সিনে অনুরাগীদের পাশাপাশি তারকারাও শোক প্রকাশ করেছেন। টুইটারে বীণা সারওয়ার জানান, জীবনের শেষ ক’টা দিন একমাত্র সন্তানকে হারানোর যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন শিব সুব্রহ্মণ্যম। দু’মাস আগেই মৃত্যু হয়েছে তাঁর এবং অভিনেত্রী দিব্যা জাগদালের একমাত্র ছেলে জাহানের। ব্রেন টিউমার ছিল জাহানের। ১৬তম জন্মদিনের দু’সপ্তাহ আগেই তাঁর মৃত্যু হয়। 

[আরও পড়ুন: বিয়ের আগে ছবির প্রচার! রণবীর-আলিয়ার প্রেমে উজ্জ্বল ‘ব্রহ্মাস্ত্র’র নতুন পোস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ