Advertisement
Advertisement
Vidya Balan

গৌতম হালদারের মৃত্যসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন বিদ্যা, দ্রুত কলকাতায় আসছেন অভিনেত্রী

গৌতম হালদারের 'ভালো থেকো' ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা।

vidya balan is coming to kolkata to attend the funeral of director Gautam Haldar| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 3, 2023 3:28 pm
  • Updated:November 3, 2023 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক গৌতম হালদারের হাত ধরে সিনেমার পর্দায় সুযোগ পান বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। পরিচালকের ভালো থেকো ছবিতেই দেখা গিয়েছিল তাঁকে। সেই পরিচালকের মৃত্যুসংবাদ পেয়ে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন বিদ্য়া। প্রিয় পরিচালককে শেষদেখা দেখতে তাই কলকাতা আসছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে অভিনেত্রীর প্রচার সহায়ক জানিয়েছেন, গৌতম হালদারের শেষকৃত্যে উপস্থিত থাকবেন বিদ্য়া। ‘গুরু’কে শেষশ্রদ্ধা জানাতেই শহরে আসছেন তিনি।

শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক ও নাট্যবক্তিত্ব্য গৌতম হালদার। গৌতমের হালদারের হাত ধরেই বড়পর্দায় পা রাখেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বিদ্য়া অভিনয় করেন ‘ভালো থেকো’ ছবিতে। গৌতম হালদারের এই ছবিতে বিদ্যা ছাড়াও অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারা।

Advertisement

[আরও পড়ুন: সলমনের উপর ‘মেহেরবান’ সেন্সর বোর্ড, কোনওরকম কাঁচি ছাড়াই ছাড়পত্র পেল ‘টাইগার ৩’!]

তবে শুধুই সিনেমা নয়, নাট্যজগতের উজ্জ্বল তারা ছিলেন গৌতম হালদার। একই সঙ্গে অভিনয় ও নাট্য পরিচালনায় দক্ষতা ছিল তাঁর। গৌতম হালদারের রক্তকরবী নাটকটি জনপ্রিয়তা শীর্ষে ছিল।

গৌতম হালদারের ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীর চরিত্রে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী চৈতী ঘোষাল। সংবাদ প্রতিদিন ডিজিটালকে চৈতী জানান, ”আমি গৌতমদার রক্তকরবীর নন্দিনী। গৌতমদার থেকে পাওয়া এই সুযোগ নিজেকে তৈরি করার পথে একটা গুরুত্বপূর্ণ অধ্য়ায় হিসেবে কাজ করেছে। গৌতমদা বলতেন, রক্তকরবী নানা দলের সঙ্গে হতে পারে, কিন্তু নন্দিনী একমাত্র তুমিই হবে। এটা আমার কাছে খুব বড় পাওনা। আমি শোকস্তব্ধ।”

[আরও পড়ুন: একের পর এক সিনেমা ফ্লপ, মনের কষ্ট দূর করতে কৃষ্ণের শরণাপন্ন কঙ্গনা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement