Advertisement
Advertisement
Vivek Agnihotri

উলটো সুর! সমলিঙ্গদের বিয়ে নিয়ে কেন্দ্রের সঙ্গে সহমত নন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

সমলিঙ্গের বিয়েকে ‘শহুরে এলিটদের তত্ত্ব’ বলে উল্লেখ করেছিল কেন্দ্র। তারই প্রতিবাদে টুইট করেন বিবেক।

Vivek Agnihotri bats for same gender marriage | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 18, 2023 8:29 pm
  • Updated:April 18, 2023 8:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতের ব্যক্তিত্ব হলেও গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সোশ্যাল মিডিয়ায় সাধারণত কেন্দ্রের পক্ষেই মত প্রকাশ করে থাকেন তিনি। তবে এবারে বিবেকের টুইটে যেন একটু উলটো সুর। গতকাল অর্থাৎ সোমবার সমলিঙ্গের বিবাহকে ‘শহুরে এলিটদের তত্ত্ব’ বলে উল্লেখ করা হয় কেন্দ্রের তরফে। সেই টুইট শেয়ার করেই করলেন প্রতিবাদ।

Advertisement

সমলিঙ্গ বিবাহের বৈধতা সংক্রান্ত মামলা চলছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এসকে কাউল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চে। প্রাথমকিভাবে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিল কেন্দ্র। জানানো হয়েছিল, সমলিঙ্গ বিবাহ (Same-Gender Marriages) ভারতের সামাজিক নৈতিকতার পরিপন্থী। বিষয়টিকে ‘শহুরে এলিটদের তত্ত্ব’ বলে উল্লেখ করে আইনি বৈধতা সংক্রান্ত সমস্ত পিটিশন খারিজের আবেদনও করেছিল কেন্দ্র। যদিও কেন্দ্রের আপত্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: তৃণমূলের আরও এক বিধায়কের বিরুদ্ধে CBI তদন্ত, অনুমতি হাই কোর্টের ]

এ বিষয়ে মতামত প্রকাশ করতে গিয়েই বিবেক লেখেন, “না, সমলিঙ্গের বিবাহ ‘শহুরে এলিটদের তত্ত্ব’ নয়। হয়তো কয়েকজন সরকারি ‘এলিট’ এই নথি তৈরি করেছেন যাঁরা কখনও ছোট শহর বা গ্রামে যাননি। অথবা মুম্বইয়ে ঘোরেননি। প্রথমত সমলিঙ্গ বিবাহ কোনও ভাবনা নয়, এটি প্রয়োজন এবং অধিকার। ভারতের মতো উন্নয়নশীল ও মুক্তচিন্তার দেশে সমলিঙ্গের বিয়ে অপরাধ নয় স্বাভাবিক জীবনযাপনের অঙ্গ হিসেবে গন্য করা উচিত।”

Vivek Tweet
[আরও পড়ুন: ভিড় এড়ান, বাসে-ট্রেনে মাস্ক পরুন, করোনা বাড়তেই নির্দেশিকা জারি রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ