Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: ভিড় এড়ান, বাসে-ট্রেনে মাস্ক পরুন, করোনা বাড়তেই নির্দেশিকা জারি রাজ্যের

করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ।

WB issues COVID-19 advisory advices to wear mask | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 18, 2023 7:48 pm
  • Updated:April 18, 2023 7:53 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ। এর মধ্যে সতর্কতামূলক নির্দেশিকা জারি করল রাজ্য়ের স্বাস্থ্য়দপ্তর। মাস্ক পরার পরামর্শ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজ্ঞপ্তি জারি করে জনবহুল এলাকায় মাস্ক পরার পরামর্শ দিল স্বাস্থ্যদপ্তর। পাশাপাশি, শিশু, বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা টিকার বুস্টার ডোজ না নেওয়া থাকলে দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথা বলছে স্বাস্থ্যদপ্তর।

এক নজরে করোনা সংক্রান্ত রাজ্যের সতর্কতামূলক নির্দেশিকা

Advertisement
  • ভিড় এড়িয়ে চলুন। বিশেষ করে শিশু-কো মর্বিডিটি থাকা বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের ভিড়ে ঠাসা এলাকা যাবেন না।
  • ট্রেনে-বাসে যাতায়াতের সময় কিংবা ভিড় এলাকায় ঢুকলে মাস্ক ব্যবহার করুন সকলে।

[আরও পড়ুন: ‘বাংলার গর্ব’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! ব্যানারে ছয়লাপ বেহালা]

  • শিশুদের স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিন।
  • হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন।
  • সর্দি-কাশিতে ভুগছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে শিশু-কো মর্বিডিটি থাকা বয়স্ক ও অন্তঃসত্ত্বাদের।
  • যারা এখনও করোনার বুস্টার ডোজ নেননি দ্রুত ভ্যাকসিন নিয়ে নিন।
  • জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি হলে করোনা পরীক্ষা করান।
  • করোনা আক্রান্ত হলে অন্তত ১ সপ্তাহ আইসোলেশনে থাকুন।
  • শ্বাসকষ্ট হলে বা অক্সিজেন স্যাচুরেশন কমলে দ্রুত হাসপাতালে যান। 
  • চিকিৎসকদের পরামর্শ ছাড়া কফ সিরাপ বা অ্যাটি বায়োটিক খাবেন না। 
  • রাজ্যের করোনা সংক্রান্ত হেল্প লাইন নম্বর ১৪৪১৬

[আরও পড়ুন: ‘মিড ডে মিলে নয়ছয় নয়, সাশ্রয় হয়েছে’, হিসেব দিয়ে কেন্দ্রকে পালটা ব্রাত্য বসুর]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ