BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

KIFF 2022: ফিল্ম ফেস্টিভ্যালে এক ঝাঁক নতুন বাংলা ছবি, কী কী দেখবেন? রইল তালিকা

Published by: Akash Misra |    Posted: December 16, 2022 9:10 am|    Updated: December 16, 2022 9:11 am

watch these new bengali movie at 28th Kolkata Film Festival | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হইহই করে শুরু হয়ে গেল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২১-এর ‘কিফ’ পিছিয়ে মে মাসে হয়েছিল। তার ছ’মাসের মধ্যে চলে এল ২৮তম উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। দেখে নেওয়া যাক বিদেশি ছবির পাশাপাশি প্রতিযোগিতা বিভাগে কোন কোন বাংলা ছবি নজর কাড়ছে

এবারে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দু’টি বাংলা ছবি জায়গা করে নিয়েছে। এ দেশ থেকে থাকছে সুব্রত সেন পরিচালিত ‘সমরেশ বসু-র প্রজাপতি’। একদা নিষিদ্ধ এই উপন‌্যাসকে ভিত্তি করে এই ছবি, সমকালের প্রেক্ষাপটে। ছবির মুখ‌্যভূমিকায় রয়েছেন সুব্রত দত্ত, মুমতাজ সরকার, ঋতব্রত মুখোপাধ‌্যায়, শ্রীতমা দে। এই বিভাগে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়ান’। পরিচালনায় মুহাম্মদ কোয়াউম। অভিনয়ে জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবীর হিমু, সুমি ইসলাম, সামিয়া আখতার বৃষ্টি। ভারতীয় ভাষার প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে অভীক দাসের ‘লক্ষ্মীর পা’। অভিনয়ে কাজল শম্ভু ও শবনম মুস্তাফি। বাংলা ছবি না হলেও এই বিভাগে আরও এক বড় আকর্ষণ রিমা দাসের ছবি ‘তোরাস হাজবেন্ড’। এই প্রতিযোগিতা বিভাগে রয়েছে সৌকর্য ঘোষালের বাংলা ছবি ‘ওসিডি’। যেখানে মুখ‌্যভূমিকায় জয়া আহসান, কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ‌্যায়, শ্রেয়া ভট্টাচার্য, অনসূয়া মজুমদার। আরও একটি বাংলা ছবি নজরে, ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত ‘ছাদ’। অভিনয়ে পাওলি দাম, রাহুল, রাজনন্দিনী, অনুরাধা রায় প্রমুখ। এশিয়ান সিলেক্ট-এ আটটি ছবির মধ্যে নেট প‌্যাকের লড়াইয়ে রয়েছে রাজা ঘোষের ছবি ‘চাবিওয়ালা’। মুখ‌্যভূমিকায় অমৃতা চট্টোপাধ‌্যায়, কৌশিক কর, শুভাশিস মুখোপাধ‌্যায়, সোহাগ সেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ‌্যায়, ধৃতিমান চট্টোপাধ‌্যায়, দেবপ্রতিম দাশগুপ্ত প্রমুখ। আর রয়েছে বাংলাদেশের ছবি ‘জে. কে. ১৯৭১’। পরিচালনায় ফাকরুল আরেফিন খান। এই ছবিতে অন‌্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব‌্যসাচী চক্রবর্তী।

[আরও পড়ুন: ‘পাঠান অভি তক জিন্দা হ্যায়’, কলকাতায় এসে ছবি বয়কটের জবাব শাহরুখের ]

এছাড়া এবারের বেঙ্গলি প‌্যানোরামায় প্রদর্শিত হবে সাতটি ছবি। রয়েছে সুমন্ত্র রায় পরিচালিত ‘ঘাস জমি’। এই বিভাগে রয়েছে অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’। মুখ‌্যচরিত্রে ইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ‌্যায়, শান্তিলাল মুখোপাধ‌্যায় প্রমুখ। রয়েছে পলাশ দে পরিচালিত ‘তরঙ্গ’। মুখ‌্যভূমিকায় সোহিনী সরকার, বাদশা মৈত্র, রণজয় বিষ্ণু, অমিত সাহা। প্রদর্শিত হবে তথাগত ভট্টাচার্যর ‘আকরিক’। মুখ‌্যভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ‌্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রদর্শিত হবে রাতুল মুখোপাধ‌্যায়ের ‘ইকির মিকির’। প্রধান চরিত্রে রজতাভ দত্ত, রূপাঞ্জনা মিত্র, সৌরভ দাস। দেখা যাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত-র ‘উত্তরণ’। মুখ‌্যভূমিকায় কৌশিক গঙ্গোপাধ‌্যায় ও সায়নী ঘোষ। আর থাকছে অরিত্র সেনের ‘শহরের উষ্ণতম দিন’। মুখ‌্যভূমিকায় বিক্রম চট্টোপাধ‌্যায় ও শোলাঙ্কি রায়।

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সব তথ্য ভুল!’ টুইটারে বাকযুদ্ধে অনুরাগ ও বিবেক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে