BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘শাহরুখ খুব ব্যস্ত’, দেবকেও বাংলার পর্যটন দপ্তরের অ্যাম্বাসেডর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published by: Akash Misra |    Posted: March 15, 2023 7:09 pm|    Updated: March 15, 2023 7:35 pm

west bengals tourism ambassador is dev mamata banerjee announced |Sangbad Pratidin

গৌতম ব্রহ্ম: বুধবার নবান্ন সভাঘরে শিল্প সংক্রান্ত বৈঠক থেকে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্যটন বিপণনের জন্য এবার অভিনেতা দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী।

সরকারিভাবে এই মুহূর্তে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড বাদশা শাহরুখ খান। তবে দেব যে শাহরুখের জায়গা আসছেন তা কিন্তু নয়। বরং শাহরুখের পাশাপাশি দেবকেও দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।”

[আরও পড়ুন: জন্মদিনে আলিয়াকে ‘সারপ্রাইজ গিফ্ট’ রণবীরের, মেয়েকে নিয়ে লন্ডনে পাড়ি রণলিয়ার! ]

এই বৈঠকে মমতা বলেন বাংলার পর্যটনের জন্য ভিডিও বা বিজ্ঞাপন বানানোর দায়িত্ব নেবেন পরিচালক গৌতম ঘোষ। এই বৈঠকে শুধু পর্যটন শিল্প নয়, সিনেমা শিল্পের অগ্রগ্রতির কথাও বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, বাংলায় সিনেমা শিল্পে বিনিয়োগ বাড়লে পর্যটনও বাড়বে।

[আরও পড়ুন: আদালতে বড় ধাক্কা শ্রাবন্তীর, স্বামী রোশনের বিরুদ্ধে করা খোরপোশ মামলায় স্থগিতাদেশ ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে