Advertisement
Advertisement
Yami Gautam

বিয়ের পর কলকাতায় ইয়ামি গৌতম, রবিবার থেকে শুরু নতুন ছবির শুটিং

ছবিতে কোন চরিত্রে দেখা যাবে ইয়ামিকে?

Yami Gautam in kolkata for Lost Movie Shooting | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 23, 2021 9:00 pm
  • Updated:July 23, 2021 9:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে মেরুন রঙের পোশাক। মুখে কালো রঙের মাস্ক। কলকাতায় (Kolkata) পা রাখলেন বলিউড সুন্দরী ইয়ামি গৌতম(Yami Gautam)। উপলক্ষ্য পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর (Aniruddha Roy Choudhury) নতুন ছবি ‘লস্ট’ (Lost)। বিয়ের পর এই ছবিই প্রথম সাইন করেছেন ইয়ামি। সেই ছবির শুটিংয়েই কলকাতা সফরে অভিনেত্রী ইয়ামি।

জুন মাসেই ‘উড়ি’ ছবি খ্যাত পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ইয়ামি। বিয়ের পর একটু বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর ইচ্ছেই ছিল সংসার নিজের হাতে গুছিয়ে তবেই ফের কাজ শুরু করবেন। তবে সংসার গোছানোর ফাঁকে চলছিল চিত্রনাট্য পড়া। শেষমেশ, বিয়ের একমাস পূর্ণ হতেই এবার কাজে ফিরলেন ইয়ামি। নতুন ছবির শুটিং শুরু করবেন কলকাতাতেই।

Advertisement

[আরও পড়ুন: Karan Johar-এর ছবির অফার ফেরালেন Parambrata Chattopadhyay, কারণ জানালেন অভিনেতা নিজেই]

অন্যদিকে ‘পিঙ্ক’ ছবির পর ‘লস্ট’ ছবি নিয়েই বলিউডে ফিরছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। প্রথম ছবিতে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও তাপসী পান্নুকে (Tapsee Pannu) নিয়ে রুপোলি পর্দায় একেবারে ম্যাজিক তৈরি করেছিলেন পরিচালক অনিরুদ্ধ। আর এবার অনিরুদ্ধের ‘লস্ট’ ছবিতে ইয়ামি গৌতম ছাড়াও দেখা যাবে এক ঝাঁক বলিউড তারকাকে। রয়েছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভুপলম, পিয়া বাজপেয়ী ও তুষার পাণ্ডে।

Yami Gautam in kolkata for Lost Movie Shooting

ছবি নিয়ে বলতে গিয়ে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী জানিয়েছেন, ‘এটা পুরোটাই ইনভেস্টিগেটিভ ড্রামা। কিন্ত তার মধ্যে সম্পর্ক, ভালবাসা, ধোঁকা সবই রয়েছে। এই সব কিছুর মাঝেই নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলবে অনিরুদ্ধের লস্ট।’ তবে আপাতত গল্পটাকে গোপনই রাখতে চেয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর কথায়, ‘এই ছবির গল্পে থাকবে প্রচুর টুইস্ট।’ ছবিতে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে।

‘লস্ট’ ছবি ছাড়াও ইয়ামির ঝুলিতে রয়েছে ‘ভুত পুলিশ’ (Bhoot Police), ‘দাসভি অ্যান্ড আ থ্রাসডে ইন হার কিটি’! (Dasvi and A Thursday in her kitty)।

[আরও পড়ুন: ফিরছে আলতাফ রাজার ‘তুম তো ঠহেরে পরদেশি’, নাচবেন Sonu Sood, নাচাবেন Farha Khan]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement