BREAKING NEWS

১১ অগ্রহায়ণ  ১৪৩০  বুধবার ২৯ নভেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

হিন্দি ছবিতে হাতেখড়ি অরিন্দম শীলের, থাকছেন দুই সুপারস্টার!

Published by: Bishakha Pal |    Posted: September 4, 2019 12:21 pm|    Updated: September 4, 2019 12:22 pm

Bengali director Arindam Sil is going to direct Dhananjoy in hindi

শিগগিরই জুহুর হোটেলগামী হয়ে তাঁর প্রথম হিন্দি ছবির কাজ শুরু করছেন অরিন্দম শীল। রয়েছে নেটফ্লিক্সেরও অফার। খবর পেলেন ইন্দ্রনীল রায়

টালিগঞ্জে থেকে আরব সাগর তীরে পাড়ি দেওয়ার যেন হিড়িক পড়ে গেছে। সিসিইউ-এমইউএম রুটের নতুন যাত্রীর নাম বেশ চমকে দেওয়ার মতো। তিনি অভিনেতা নন, পরিচালক।

হ্যাঁ, হিন্দি ছবি করতে মুম্বই যাচ্ছেন অরিন্দম শীল। একটি নয়, রয়েছে দু-দুটি হিন্দি ছবির অফার। একটি নেটফ্লিক্সের, অন্যটি আলাদা একটি প্রযোজনা সংস্থা। একটি ছবির কনট্র্যাক্ট সাইন হয়ে গিয়েছে। পরের বছরের গোড়ার দিকে সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। নেটফ্লিক্সের অফারও এসে গিয়েছে, ছবির শুটিং হবে পরের বছরের মাঝামাঝি।

“হ্যাঁ, দুটো হিন্দি ছবির অফার আছে। কয়েক দিন আগে মুম্বইতে সই-সাবুদ পর্ব শেষ হল,” সোমবার সন্ধেবেলা বলেছিলেন অরিন্দম। ছবি তো করছেন, কিন্তু ছবির বিষয়বস্তু সম্পর্কে কি কিছু বলা যাবে? “একটাই কথা বলব। আমি ‘ধনঞ্জয়’-এর গল্পটা হিন্দিতে বলতে চাইছি। আমার প্রথম হিন্দি ছবির বিষয়বস্তু ধনঞ্জয়।”

[ আরও পড়ুন: ‘কেন শুধু শাড়ি পরব আর খোঁপা করব’, প্রথা ভাঙার গান ইমনের গলায় ]

প্রসঙ্গত, ২০১৭ সালে অনির্বাণ ভট্টাচার্য-মিমি চক্রবর্তীকে নিয়ে এসভিএফ-এর ব্যানারে ১৪ বছরের হেতাল পারেখের ধর্ষণ নিয়ে সিনেমা বানিয়েছিলেন অরিন্দম। সেই সময় ছবির বিষয়বস্তু নিয়ে কম বিতর্কও হয়নি শহরজুড়ে। যদিও প্রত্যাশা অনুযায়ী ছবিটা চলেনি। অধুনা সাংসদ মিমি করেছিলেন ধর্ষিতা মেয়েটির আইনজীবীর রোল। আর ধনঞ্জয় চরিত্রে ছিলেন অনির্বাণ।

তা ছবির কাস্টিং কি কিছু ঠিক হয়েছে?

“এই মুহূর্তে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। এটুকু বলতে পারি এক নামী প্রযোজনা সংস্থা ছবিটি বানাচ্ছে। তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করার আগে তাদের নামও এই মুহূর্তে বলা বারণ। এটুকু বলতে পারি অরিজিৎ বিশ্বাসকে নিয়ে আমার স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে গিয়েছে।” হেসে জানালেন অরিন্দম। যা খবর, অজয় দেবগণ, সইফ আলি খান, সৌরভ শুক্লা থাকতে পারেন অরিন্দমের প্রথম হিন্দি ছবিতে। একটা জিনিস স্পষ্ট- ‘চলো বলিউড’ এখন বাংলা ইন্ডাস্ট্রি’র সবচেয়ে জনপ্রিয় স্লোগান।

[ আরও পড়ুন: ‘ঝঞ্ঝাটের ভয়ে বিশ্বাস থেকে সরে যেও না’, মহিলাদের বার্তা সিন্ধুর ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে