Advertisement
Advertisement

Breaking News

বলিউডে পা রাখছেন ড্যানির ছেলে

ছবির নায়িকা এখনও ঠিক হয়নি।

Danny Denzongpa's son to enter movie arena
Published by: Bishakha Pal
  • Posted:January 25, 2019 5:54 pm
  • Updated:January 25, 2019 5:54 pm

মুম্বই থেকে লিখছেন তপন বকসি

২০১৯ বলিউড বেশ কিছু নতুন মুখ উপহার দিতে চলেছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য নতুন মুখের নাম রিনজিং ডেনজংপা। ড্যানি ডেনজংপার ছেলে। সবকিছু ঠিক থাকলে এবছরের এপ্রিল মাস থেকেই রিনজিংয়ের প্রথম ছবির শুটিং শুরু হয়ে যাবে।

Advertisement

শুরুটা হবে ভারতের বিভিন্ন লোকেশনে। আর শেষের দিকের কিছু অংশের শুটিং হবে বুদাপেস্টে। ছবির নাম ঠিক হয়েছে ‘স্কোয়াড’। স্পেশ্যাল ফোর্সের সঙ্গে সংঘাতের মাঝখানে থাকা একটা ছোট্ট শিশুবালিকাকে নিয়ে গড়ে উঠেছে এই ছবির গল্প।

Advertisement

ছ’ফুট চার ইঞ্চি রিনজিংয়ের বয়স এখন ২৯। গত সাত-আট বছর ধরে মুম্বইয়ে নিজেকে তৈরি করেছেন বলিউডে নায়ক হিসাবে ডেবিউ করবেন বলে। মুম্বইয়ে রিনজিং বললেন, ‘এটাকে কী আর বলব? আ ড্রিম লঞ্চ ফর এনি আসপায়ারিং অ্যাক্টর। যখন আমি এই ছবির চিত্রনাট্য পুরোটা পড়লাম তখনই বুঝতে পেরেছিলাম এই ছবির স্কেল আর সাইজটা কতটা বড়। আমি অভিভূত হয়ে গিয়েছি। আমার মনে হয়েছে এ ধরনের কাহিনিতে অভিনয় করা যে কোনও নবাগত অভিনেতার কাছে স্বপ্নের মতো। এই চিত্রনাট্য পড়ার পর আমি দিনে দু’বার করে মোট দু’ঘণ্টা শরীরচর্চা করেছি। এখনও করছি। শারীরিক শক্তি বাড়ানোর জন্য। আমাকে যাঁরা ট্রেইন করছেন, তাঁরা জানিয়েছেন আমার শরীরকে তৈরি করা হচ্ছে এমনভাবে যাতে আমি ছবির বিভিন্ন সিকোয়েন্সের প্রয়োজনে কোরিওগ্রাফি, অ্যাকশন দুটোতেই শরীরকে সমান ফ্লেক্সিবল করতে পারি।’

‘জীবনে কোনও অনুতাপ নেই’, পেশাগত জীবন নিয়ে অকপট যিশু ]

ড্যানি নিজের ব্যবসার কাজে চারিদিকে ঘুরে বেড়ান। বিশেষ করে সিকিম আর মুম্বইয়ে যাতায়াত করেন। মুম্বইয়ে জানালেন, “হ্যাঁ। রিনজিং অভিনয়ে আসছে। আমিও রিনজিংয়ের ডেবিউ ছবি ‘স্কোয়াড’-এর স্ক্রিপ্ট পড়েছি। খুব ভাল অ্যাকশন থ্রিলার এটা। যার সঙ্গে খুব ভাল সমীকরণ রেখে হিউমার আর ইমোশনাল মুহূর্তে তৈরি করা হয়েছে।”

রিনজিং ডেনজংপার আত্মপ্রকাশ করতে চলা হিন্দি ছবি ‘স্কোয়াড’ প্রযোজনা করছেন ড্যানি নিজে। সঙ্গে থাকছেন সহ প্রযোজক নীলেশ সহায়। এই নীলেশ হলেন সঞ্জয় দত্তের সম্পর্কিত ভাই। নার্গিস দত্তর দাদা আখতার হুসেনের মেয়ে জাহিদার ছেলে হলেন নীলেশ। জাহিদা নিজেও হিন্দি সিনেমার নায়িকা ছিলেন। সঞ্জীব কুমারের সঙ্গে ‘আনোখি রাত’, দেব আনন্দের সঙ্গে ‘প্রেম পূজারি’, ‘গ্যাম্বলার’-এর মতো ছবির নায়িকা ছিলেন জাহিদা। নার্গিস দত্ত ছিলেন জাহিদার পিসি। সুতরাং আখতার হুসেনের নাতি নীলেশ নার্গিস দত্তরও সম্পর্কে নাতি। সঞ্জয় দত্তের মামাতো দিদির ছেলে। নীলেশ হলিউড অ্যাকশন ফ্র‌্যাঞ্চাইজি ‘দ্য এক্সেপেনডেবল্‌স’-এর হিন্দি ভার্সনের প্রযোজক। গণেশ আচারিয়ার পরিচালনায় ২০১১-র হিন্দি ছবি ‘অ্যাঞ্জেল’-এ নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু সেই ছবি চলেনি। এরপরেই নীলেশ প্রযোজনা আর পরিচালনায় মন দেন। এহেন নীলেশ রিনজিংয়ের ছবির প্রযোজক হওয়াতে ড্যানি বেশ খুশি।

আর নীলেশকে নিয়ে রিনজিং নিজেও বেশ উত্তেজিত। বললেন, ‘নীলেশ ভারতে সাফল্যের সঙ্গে একটা অ্যাকশন পোর্টাল চালান। ভারতে আন্তর্জাতিক মানের প্রতিভাদের প্রতিনিধিত্ব করেন। এখনকার জেনারেশনের পাল্‌স খুব ভাল বোঝেন। দ্য ম্যান ফর দিস জনার। নিজের ভিএফএক্স কোম্পানি রয়েছে। ভিস্যুয়াল এফেক্টস খুব ভাল বোঝেন। সেই তিনিই যখন আমার লঞ্চিংয়ে এগিয়ে এসেছেন, তাতে আমি ভীষণ রোমাঞ্চিত।’

রিনজিংয়ের আত্মপ্রকাশ নিয়ে নীলেশকেও বেশ আত্মবিশ্বাসী মনে হল। নীলেশ জানালেন, রিনজিংয়ের সঙ্গে আমার প্রথম দেখার সময়েই ওঁকে আমার ভাল লেগেছে। দেখবেন আগামী দিনে ভারত একজন খুব ভাল অ্যাকশন স্টার পেতে চলেছে রিনজিংয়ের মধ্যে। আমার আশা রিনজিং আগামিদিনে ভারত আর পাশ্চাত্য দেশগুলোর মধ্যে একটা সেতুর মতো কাজ করবেন। আমি আমাদের অন্যান্য অ্যাকশন হিরোদের কথা মাথায় রেখেই একথা বলছি। রিনজিং আমেরিকার ডোয়েন জনসনের ভারতীয় প্রতিনিধি।’

দেশভক্তিকে উসকে দিয়ে ‘ভারত’-এর ভূমিকায় অবতীর্ণ সলমন খান ]

ড্যানির ছেলের প্রথম ছবির নায়িকা এখনও ঠিক হয়নি। রিনজিংয়ের প্রথম ছবির পরিচালক হতে চলেছেন টিসকা চোপড়া অভিনীত ‘চাটনি’ ছবির জন্য পুরস্কার পাওয়া পরিচালক জ্যোতি কাপুর দাস। ‘স্কোয়াড’ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রযোজক নীলেশ জ্যোতিকে প্রথম কোনও ভারতীয় অ্যাকশন ছবির মহিলা পরিচালক হিসাবে বর্ণনা করেছেন। সেকথা জে্যাতিকে মনে করিয়ে দিতে জ্যোতি বললেন, “এক নম্বর কিংবা দু’নম্বর জানি না। তবে অ্যাকশন সবসময়েই আমার ফার্স্ট লাভ হয়ে থাকবে। আমি ছোটবেলা থেকে ‘অমর চিত্রকথা’, ‘ব্যাটম্যান’ কিংবা ‘সুপারম্যান’ কমিক্স পড়ে বড় হয়েছি। ওপর ওপর এই তিনটে আলাদা হলেও এদের মধ্যে একটা কমন জিনিস হল ‘যুদ্ধ’। সুবিচারের জন্য জ্বলে ওঠা এইসব রোমাঞ্চকর কাহিনির মধে্যই ছোটবেলা কাটিয়েছি।”

প্রযোজক নীলেশ সহায় পরিচালক জ্যোতি কাপুরকে বিশ্বাস আর ভরসা করছেন একশোভাগ। নীলেশ বললেন, ‘‘আপনারা যদি পৃথিবীর সিনেমার দিকে দেখেন তাহলে দেখবেন আমেরিকায় মহিলা পরিচালক হিসেবে ক্যাথরিন বিগিলো ওসামা বিন লাদেনের খোঁজে ২০১২-য় ‘জিরো ডার্ক থার্টি’ নামে যে থ্রিলার বানিয়েছেন, আমাদের ‘স্কোয়াড’-এর পরিচালক জ্যোতি তাঁর চেয়ে কিছু কম নন। আর রিনজিং হবে আমাদের দেশের অন্তত আগামী চার বছর রাজত্ব করা আলটিমেট অ্যাকশন হিরো।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ