Advertisement
Advertisement
AR Rahman

প্রায় সাড়ে তিন কোটি টাকা কর ফাঁকি! এ আর রহমানকে নোটিস ধরাল হাই কোর্ট

নিজের চ্যারিটেবল ট্রাস্টের আড়ালে কর ফাঁকি দেন অস্কারজয়ী!

AR Rahman gets notice from Madras HC for evading income tax
Published by: Suparna Majumder
  • Posted:September 11, 2020 5:09 pm
  • Updated:August 17, 2021 2:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ কোটি ৪৭ লক্ষ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল এ আর রহমনের (AR Rahman) বিরুদ্ধে। অস্কারজয়ী সংগীত পরিচালককে নোটিস পাঠাল মাদ্রাজ হাই কোর্ট (AR Rahman)। ২০১১-২০১২ আর্থিক বছরের মধ্যে এই কর ফাঁকি দিয়েছিলেন রহমান। এমনই অভিযোগ আয়কর দপ্তরের (Income Tax department)। সেই অভিযোগের ভিত্তিতেই রহমানকে নোটিস পাঠাল মাদ্রাজ হাই কোর্ট।

আয়কর দপ্তরের অভিযোগ, ২০১১ সালে লিব্রা মোবাইলস নামে এক ব্রিটেনের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এ আর রহমান। তিন বছরের জন্য চুক্তিটি করেছিলেন তিনি। শর্ত ছিল, সেই সময়ের মধ্যে কোম্পানির জন্য রিং টোন তৈরি করবেন। এর জন্য ৩ কোটি ৪৭ লক্ষ টাকা পারিশ্রমিক বাবদ নিয়েছিলেন এ আর রহমান। তবে কর ফাঁকি দেওয়ার জন্য পারিশ্রমিক নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেননি তিনি। তার বদলে এ আর রহমান ফাউন্ডেশন নামে চ্যারিটি ট্রাস্টের অ্যাকাউন্টে নেন।

Advertisement

[আরও পড়ুন: সাইকোলজিক্যাল থ্রিলারে সৌমিত্রর সঙ্গী পাওলি, শুটিং ফ্লোরে ‘কে তুমি নন্দিনী’র গানের স্মৃতি]

আয়কর দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একজন ব্যক্তি নিজের পারিশ্রমিকের অর্থ শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টেই নিতে পারেন। কোনও চ্যারিটেবল ট্রাস্টের অ্যাকাউন্টে নয়। ব্যক্তিগত অ্যাকউন্টে কর কাটানোর পর সেই অর্থ তিনি চ্যারিটেবল ট্রাস্টকে দান করতেই পারেন। কিন্তু রহমান তা করেননি। এর জেরেই মাদ্রাজ হাই কোর্টে রহমানের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। মামলাটি বিচারপতি টি এস শিবাগনানম এবং ভি ভাবনানি সুব্বারোয়ানের বেঞ্চে উঠলে তাঁরাই রহমানের বিরুদ্ধে নোটিস জারি করেন।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এ আর রহমানকে সেন্ট্রাল এক্সাইজ এবং জিএসটির জরিমানা মিলিয়ে ৬ কোটি ৭৯ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল আয়কর দপ্তর। সেই নির্দেশে সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করেছিল মাদ্রাজ হাই কোর্ট।

[আরও পড়ুন: ‘ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার বদলে নগ্ন হতে বলেন পরিচালক সাজিদ খান’, বিস্ফোরক মডেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ