Advertisement
Advertisement
Katakuti Bengali Series Review

দুর্বল চিত্রনাট্যে ডুবল ‘কাটাকুটি’, জমল না রাজা চন্দর প্রথম ওয়েব সিরিজ

তবে ভাল লাগবে সৌরভ দাসের অভিনয়।

Katakuti Bengali Series Review: Raja Chanda's Series fail to impress Audience | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 29, 2022 6:24 pm
  • Updated:March 29, 2022 9:55 pm

নির্মল ধর: বাংলা বাণিজ্যিক সিনেমার সফল পরিচালক রাজা চন্দ তাঁর প্রথম ওয়েব সিরিজ “কাটাকুটি” (Katakuti) খেলায় বেশ দাপটের সঙ্গে জিতে গিয়েছেন বলতে পারলে ভাল লাগত, কিন্তু  দুঃখিত যে সেটা বলা যাচ্ছে না। মূল কারণ চিত্রনাট্যের বেশ আলগা বাঁধুনি (অর্নব ভৌমিক)। যদিও রাজা নাকি কিছু পরিবর্তন ঘটিয়েছেন, কিন্তু তার কোনও প্রতিফলন পর্দায় আসেনি। গল্পকার এবং চিত্রনাট্য লেখক এখনকার বাজার চলতি ফর্মুলায় খুন, রহস্য এবং থ্রিলারের মোড়কে ওয়েব সিরিজের চলনটি বজায় রেখেছেন, কিন্তু বহু জায়গায় বাস্তবের সঙ্গে সামঞ্জস্য যেমন নেই, রয়েছে কন্টিনিউটির ফাঁক। হ্যাঁ, এটা বলতেই হচ্ছে, পরিচালক রাজা তাঁর অধিকাংশ সিনেমার মতো স্ট্রেট ন্যারেটিভ কৌশলটি থেকে সরে সময় নিয়ে খেলেছেন। সিরিজ শুরু হয় কমেডির মোড়ক দিয়ে, তবে সেখানেও আদিরসের অভাব ছিল।

মাস্তান বা পুলিশের মুখে অশ্লীল শব্দগুলো কি সত্যিই এতটা প্রয়োজন ছিল! গল্পের নায়ক সৌরভ মা বাবার পীড়াপীড়িতে মানসীকে বিয়ে করতে রাজি হয়। মানসীর বোন পিয়ান। পিয়ান দেবতনুর বাগদত্তা।

Advertisement

[আরও পড়ুন: তামিল ছবির রিমেক ‘বচ্চন পাণ্ডে’, পেশির জোরে নায়ক হতে পারলেন অক্ষয়? ]

দু’জনের বিয়ে ঠিক হয় একমাসের ব্যবধানে। মানসী একসন্ধ্যায় সৌরভকে ডাকে একান্তে দেখা করার জন্য। কিন্তু সেখানে গিয়ে সৌরভ আবিষ্কার করে মানসীর বিকৃত মৃতদেহ। পুলিশের ময়না তদন্ত রিপোর্ট বলে মানসীকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এরপর প্রতিশোধের পালা। একে একে তিন ধর্ষক জেনি, সুরজিৎ এবং তৃতীয় জনকে কিভাবে, কে খুন করে, সেটা নিয়েই ধর্ষক আর খুনির মধ্যে চলে কাটাকুটি খেলা।

Advertisement

রাজা খুনের পদ্ধতিতে অবশ্যই নতুনত্ব এনেছেন, যেমন এনেছেন সেই খুনকে দেখানোর কৌশলেও। অবশ্যই সেখানে তাঁর পরিণত সিনেম্যাটিক ভাবনার ছোঁয়া উপলব্ধি করা যায়। তবে শুরুর কমিক ধারাটি বজায় রাখতে পারলে আরো ভাল লাগতো। খুন ও প্রতিশোধের ঘটনা একটু বেশিই ডার্ক। ধর্ষনের দৃশ্যটিও মাথায় ধাক্কা দেয়! অভিনয়ে সৌরভ দাশ এবং মানসী দাশগুপ্ত দুজনেই বেশ সাবলীল। সৌরভকে বাড়তি নম্বর দেব, নাটকীয় মুহূর্তগুলোতেও স্বাভাবিক থাকার জন্য। বান্ধবীর চরিত্রে পিয়ান সরকারও চরিত্রের প্রতি আন্তরিক, বিশেষকরে শেষ দৃশ্যে পিয়ান বড় চমক এই সিরিজে। ‘কাটাকুটি’ খেলায় তাই পরিচালক রাজা চন্দ ড্র করলেন, জিততে হলে আরও শক্তপোক্ত চিত্রনাট্য এবং আরও একটু জটিল গল্পের দ্বারস্থ তাঁকে হতে হবে। তবে সিরিজের প্রথম খেলায় “ড্র” করাটাও কম প্রাপ্তি নয়।

[আরও পড়ুন: ম্যানগ্রোভের অন্দরের কাহিনি ‘সুন্দরবনের বিদ্যাসাগর’, কেমন হল ঋদ্ধি-ঊষসীর নয়া সিরিজ? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ