Advertisement
Advertisement

ফের বড়পর্দায় ‘ঘরে বাইরে’!

বাংলায় নয়, এবার হিন্দিতে৷ নাম ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধ্যসত্য’৷

Hindi film based on Tagore's Ghare Baire to release next month
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 2:40 pm
  • Updated:June 28, 2016 2:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্য, পরকীয়া, দেশভাগের প্রেক্ষাপটে ‘ঘরে বাইরে’-র যে চিত্র কবিগুরু উপন্যাসে ফুটে উঠেছিল৷ মায়েস্ট্রো সত্যজিৎ রায়ের ক্যামেরায় ফুটে উঠেছিল তার নিখুঁত চিত্রায়ণ৷ ক্লাসিক আখ্যা পেয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়৷

সেই স্মৃতিকেই পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক রীমা মুখোপাধ্যায়৷ তবে বাংলায় নয়, হিন্দিতে৷ নাম ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’৷ মুখ্য ভূমিকায় শ্রীলেখা মিত্র, সুব্রত দত্ত, মনোজ মিত্র, রীমা লাগুর মতো অভিনেত্রী’৷

Advertisement

জুলাই মাসের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে ‘ঘরে বাইরে’-র এই হিন্দি সংস্করণ৷ কবিগুরুর কাহিনী অবলম্বনে সিনেমা তৈরি করলেও ছবিতে কোনও রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার করেননি রীমা৷ কারণ বিশ্বকবি নিজে তাঁর কাহিনীতে গান ব্যবহার করেননি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ