Advertisement
Advertisement

Breaking News

‘তোমাকে নাইটিতে দেখতে চাই, বলেছিলেন পরিচালক’

কেরিয়ারের শুরুতে এমন একাধিক ঘটনা ঘটে মাহি গিলের সঙ্গে।

Mahi Gill opens up about casting couch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 2, 2018 3:52 pm
  • Updated:May 2, 2018 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউড হোক বা বলিউড। কাস্টিং কাউচের পাল্লায় অনেক তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা পড়েছেন। এর আগে একাধিক ব্যক্তি এনিয়ে মুখও খুলেছেন। হলিউড তো বটেই। বাদ যায়নি বলিউডও। সুরভিন চাওলা থেকে শুরু করে রণবীর সিং, অনেকেই ক্যামেরার সামনে একথা স্বীকার করেছেন। এবার সেই তালিকায় যোগ হলেন মাহি গিল।

[ সমকামী বলেই ঘরছাড়া, বিস্ফোরক অভিযোগ জ্যাকি চ্যানের কন্যার ]

Advertisement

অনুরাগ কাশ্যপের ছবি ‘দেব ডি’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন মাহি গিল। বলতে গেলে সেটিই তাঁর প্রথম বলিউড ছবি। তবে তার আগে, স্ট্রাগলিং পিরিয়ডে তাঁকে অশালীন প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। মাহি গিল বলছেন, একাধিকবার তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এতবার, যে তার সঠিক সংখ্যাও মনে করতে পারেন না মাহি। কোন কোন পরিচালক তাঁকে কুপ্রস্তাব দিয়েছিল, তাদের নামও মনে নেই। তবে তাঁকে কী কী কথা বলা হয়েছিল, তা স্পষ্ট মনে রয়েছে।

Advertisement

মাহি তখন সালোয়ার স্যুট পরতেন। সেভাবেই এক পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তখন তাঁকে বলা হয়, মাহি যদি সালোয়ার স্যুট পরেন, তাহলে কোনও পরিচালক তাঁকে কাস্ট করবেন না। অন্য এক পরিচালক তাঁকে প্রস্তাব দেন, তিনি মাহিকে নাইটি পরে দেখতে চান। এমন আরও অনেক ঘটনা মাহির জীবনে ঘটেছে। তবে এগুলিতে তিনি পাত্তা দিতে চান না। মানুষগুলোকেই তিনি “ইডিয়ট” বলে মনে করেন।

[ নিজস্ব ভঙ্গিতে চার্লি চ্যাপলিনকে শ্রদ্ধা জানালেন রণবীর সিং, দেখুন ভিডিও ]

মুম্বইয়ে তখন মাহি গিল নতুন এসেছেন। স্বভাবতই তিনি জানতেন না কোনটা ঠিক আর কোনটা ভুল। আর যখন মানুষ জানতে পারে কেউ ইন্ডাস্ট্রিতে নতুন, তখন তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করে। মাহি জানিয়েছেন, নাইটি পরার প্রস্তাব পাওয়ার পর তিনি ভেবেছিলেন, “আচ্ছা। এমনও হয়। স্যুট পরলে কেউ কাজ দেয় না?” সবাই তাঁকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্য মুখিয়ে ছিল। তাই সঠিক সময় সঠিক পরিচালকের সঙ্গে দেখা করা খুব জরুরি। নাহলে বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর।

মাহি গিল তাঁর প্রথম ছবি দেব ডি-এর জন্য ২০১০ সালে ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড জেতেন। ছবিতে পারোর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এরপর পাঞ্জাবি ছবিতে তিনি স্টার হয়ে যান। তিগমাংশু ধুলিয়ার ‘সাহেব বিবি গোলাম’ ছবির জন্য প্রচুর প্রশংসিত হন মাহি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ