Advertisement
Advertisement
পিএম নরেন্দ্র মোদি

ছবি মুক্তিতে না কেন? জানতে চেয়ে কমিশনে চিঠি ‘পিএম নরেন্দ্র মোদি’র

নির্বাচন কমিশন এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি৷

Makers of 'PM Narendra Modi' write a letter to Election Commission
Published by: Sayani Sen
  • Posted:April 27, 2019 5:30 pm
  • Updated:April 27, 2019 5:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের থেকে মেলেনি ছাড়পত্র৷ আগামী ১৯ মে পর্যন্ত ‘পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দিয়েছেন আধিকারিকরা৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ গোটা টিম৷ কেন ছবি মুক্তি পাওয়া সম্ভব নয়, উপযুক্ত কারণ জানতে চেয়ে ছবি নির্মাতাদের তরফে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে৷ যে এলাকাগুলিতে ইতিমধ্যেই ভোট শেষ হয়ে গিয়েছে, সেখানেও কেন ছবি মুক্তিতে ছাড় দেওয়া যাবে না, চিঠির মাধ্যমে তোলা হয়েছে সেই প্রশ্নও৷

[আরও পড়ুন: অক্ষয়ের পারিবারিক বিষয় নিয়ে প্রশ্ন মোদির! মুখ খুললেন টুইঙ্কল খান্না]

ছবির নামেই স্পষ্ট বোঝা গিয়েছিল কী হতে পারে ‘পিএম নরেন্দ্র মোদি’র বিষয়বস্তু৷ ট্রেলারও সেই সম্ভাবনাগুলিতেই সিলমোহর দিয়েছে৷ মোদির জীবনের নানা ওঠাপড়া, সংঘের সঙ্গে তাঁর সম্পর্ক, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাপথ সবই দেখা গিয়েছিল ছবির ট্রেলারে৷ তারপরই মোদির বায়োপিক মুক্তির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ ভোটের আবহে প্রথমে ৫ এপ্রিল এবং পরে ১১ এপ্রিল ছবি মুক্তির কথা ছিল৷ কিন্তু নির্বাচনের সময় এই ছবি ভোটারদের প্রভাবিত করবে বলেই আশঙ্কা করে বিরোধীরা৷ তাই ছবি মুক্তি নিয়ে বিরোধিতা শুরু করে কংগ্রেস৷ সেই জল গড়ায় সর্বোচ্চ আদালতেও৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদিও বল ঠেলে দেন নির্বাচন কমিশনের কোর্টে৷ শীর্ষ আদালত ছবি দেখে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দেন কমিশনের কর্তাদের উপর৷ আগামী ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি কোনওভাবেই সম্ভব নয় বলেই জানিয়ে দেয় নির্বাচন কমিশন৷

Advertisement

[আরও পড়ুন: প্রচারে ব্যস্ত দেব তাই মিস করছেন রুক্মিনী, প্রকাশ্যে বললেন ‘ভালবাসি’]

এদিকে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ কেন ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি সম্ভব নয়, তা স্পষ্ট কারণ জানতে চেয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি পাঠান ‘পিএম নরেন্দ্র মোদি’র নির্মাতারা৷ যদিও নির্বাচন কমিশনের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ