Advertisement
Advertisement

Breaking News

ধর্মীয় ভাবাবেগে আঘাত করেনি ‘মনমর্জিয়াঁ’, টুইটে ক্ষমাপ্রার্থী অনুরাগ

ছবি নিয়ে রাজনীতি না করার অনুরোধ পরিচালকের৷

Manmarziyaan: Anurag Kashyap apologizes to Sikh community
Published by: Sayani Sen
  • Posted:September 19, 2018 4:48 pm
  • Updated:September 19, 2018 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই মুক্তি পেয়েছে ‘মনমর্জিয়াঁ’৷ এই সিনেমার মাধ্যমে শিখ সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ করেছিলেন কেউ কেউ৷ সেই অভিযোগের ভিত্তিতেই অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানান, ‘মনমর্জিয়া’-র মাধ্যমে পরিকল্পনামাফিক কারও ভাবাবেগে আঘাত করা হয়নি৷

[ট্র্যাক পালটে রোম্যান্টিক ছবি, কেমন হল অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়াঁ’?]

[মুক্তির আগে ‘লাভরাত্রি’-র নাম বদলের সিদ্ধান্ত সলমনের]

অমৃতসরের ব্যাকগ্রাউন্ডে ভিকি-রুমি-রাব্বি গল্পই হল ‘মনমর্জিয়াঁ’। বাবা-মা হারানো রুমি একটু বেশিই স্বাধীনচেতা। দাদু কাকাদের সংসারে মানুষ। প্রায় চালচুলোহীন ডিজে ভিকির প্রেমে মশগুল সে। বিয়ের কথা বললে ভিকি এড়িয়ে যায় একাধিকবার। অগত্যা রুমি বিয়ে করে লন্ডন থেকে আসা ব্যাংক কর্মী রাব্বির সঙ্গে। নবদম্পতি কাশ্মীরে হানিমুনেও যায়। সংযত শিক্ষিত রাব্বির সঙ্গে বিয়েটা টেকে না রুমির। এদিকে, মাঝে মধ্যেই ভিকি-রুমি একান্তে দেখা করে। মিলিত হয়। বৈবাহিক সম্পর্কে ইতি টানতে বিচ্ছেদের কাগজে দু’জনেই সই করে। কিন্তু তখনও হানিমুনের দু’দিন বাকি৷ এরপর আবারও স্বামী-স্ত্রীর মিলন৷ এই প্রেক্ষাপটেই তৈরি ‘মনমর্জিয়াঁ’৷

[শ্বাসকষ্টে ভুগছেন প্রিয়াঙ্কা! অভিনেত্রীর টুইটে মন খারাপ অনুরাগীদের]

অভিষেক বচ্চন ও তাপসি পান্নুকে শিখ সম্প্রদায়ের মানুষ হিসাবে দেখানো হয়েছে৷ সেই সূত্র ধরেই শিখ সংগঠনের দাবি, পাগড়ি পরা অবস্থায় ধূমপান করে ও ভুল পন্থায় পাগড়ি খুলে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন অভিষেক বচ্চন৷ এই অভিযোগ করে পরিচালক-সহ  টিম ‘মনমর্জিয়াঁ’-র বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছিল ওই শিখ সম্প্রদায়৷ তারই পরিপ্রেক্ষিতে অনুরাগ জানান, এই সিনেমার সঙ্গে ধর্মীয় ভাবাবেগের কোনও সম্পর্ক নেই৷ নিছকই তিনজনের প্রেমের গল্প ‘মনমর্জিয়াঁ’৷ যদি এই সিনেমার মাধ্যমে কারও আবেগে ধাক্কা লাগে, তবে তার জন্য ক্ষমা চেয়ে নেন অনুরাগ৷ যাঁরা তাঁর সিনেমা দেখে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন পরিচালক৷ টুইটে তিনি লেখেন, ‘‘সিনেমা যে আপনার দেখেছেন, তার জন্য টিম ‘মনমর্জিয়াঁ’ আনন্দিত৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ