Advertisement
Advertisement

Breaking News

রাজ-শুভশ্রীর জঙ্গল সাফারি, চর্চা শুরু টলিপাড়ায়

তবে কি নতুন একটা জুটি পেয়েই গেল টলিপাড়া?

Raj Subhasree's Jungle Safari sparks gossip
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2017 9:28 pm
  • Updated:January 19, 2017 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী মিমির সম্পর্ক ভেঙেছে কয়েকদিন আগেই৷ তারপর থেকেই রাজ-শুভশ্রী সম্পর্কের সমীকরণ নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছিল টলিপাড়ার অন্দরে৷ এবার তাঁদের জঙ্গল সাফারির এক ভিডিও এসে তা যেন ফের উসকে দিল৷

সাম্প্রতিক অতীতে এই জুটিকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে বলে দাবি, টলিপাড়ার অনেকের৷ ক’দিন আগেই বিচ্ছেদ হয়েছে রাজের৷ দেবের সঙ্গে সম্পর্ক ছেড়ে শুভশ্রীও বেরিয়ে এসেছেন অনেকদিন৷ ফলে দু’য়ে দু’য়ে চার করতে দেরি করেননি অনেকে৷ কিন্তু রাজ বা শুভশ্রী কেউ মুখ ফুটে এ নিয়ে কোনও কথা বলেননি৷ ফলে কানাঘুষো চললেও সম্পর্কে অফিসিয়াল সিলমোহরটি পড়েনি৷

Advertisement

সম্প্রতি এই জল্পনা ফের মাথাচাড়া দিল এক ভিডিওকে কেন্দ্র করে৷ রণথম্বরে জঙ্গল সাফারির একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন রাজ৷ সেখানে যেমন তাঁর বন্ধুকে দেখা যাচ্ছে৷ তেমন দেখা মিলল শুভশ্রীরও৷ আর এ ভিডিও দেখেই অনেকে বলছেন, যে কথা রটেছিল, তা সত্যিও বটে৷

অভিনেত্রী পরিচালককে ভিডিওতে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে৷ তবে নিছক বেড়াতে না কাজের ফাঁকে তাঁরা বিন্দাস মুডে ধরা দিয়েছেন, তা খোলসা করেননি রাজ৷ তবে তাঁরা কিছু না বললেও, জল্পনা-কল্পনা আর আলোচনার পারদ চড়েছে চড়চড়িয়ে৷ তবে কি নতুন একটা জুটি পেয়েই গেল টলিপাড়া? আপাতত তাঁদের মুখ থেকেই এ কথা শুনতে উৎসুক অনুরাগীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ