Advertisement
Advertisement

Breaking News

Ramyug

অতিমারীর কঠিন সময়ে ফিরছেন রাম, মুক্তি পেল ‘রামযুগ’-এর ট্রেলার

ট্রেলারটি দেখে উচ্ছ্বসিত হয়ে শেয়ার করেছেন একতা কাপুর।

'Ramyug' Trailer Released, Ekta Kapoor Describes It As 'brilliant' | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 29, 2021 6:37 pm
  • Updated:April 29, 2021 6:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ওটিটি প্ল্যাটফর্মে রামায়ণ। বহু প্রতীক্ষিত ‘রামযুগ’-এর (Ramyug) ট্রেলার মুক্তি পেল আজ, বৃহস্পতিবার। কিছুদিন আগেই সিরিজের ফার্স্ট লুকে শোনা গিয়েছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কণ্ঠস্বর। ‘হনুমান চালিশা’ পাঠ করেছিলেন তিনি। তারপর থেকেই সিরিজটি ঘিরে আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। পরে গত মঙ্গলবার প্রকাশিত হয়েছিল মিউজিক ভিডিও ‘জয় হনুমান’। তাতেও গান গেয়েছে‌ন ‘বিগ বি’। এবার মুক্তি পেল ট্রেলার।

কুণাল কোহলি পরিচালিত ‘রামযুগ’-এর ট্রেলার রীতিমতো ঝকঝকে। শুরু থেকেই দর্শকের চোখ টেনে রাখতে সক্ষম। চিরকালীন মহাকাব্যের কাহিনি ঝকঝকে গ্রাফিক্সের মোড়কে পেশ করেছেন পরিচালক। ট্রেলারের শুরুতেই ভয়েস ওভারে শোনা যায় শুভ ও অশুভের দ্বন্দ্বের কথা, যা রামায়ণের মূল সুর। ক্রমে দেখা যায় রামের হরধনু ভঙ্গের মুহূর্ত। এইভাবেই কখনও স্বর্ণহরিণ, কখনও সীতাহরণ, কখনও বা শিলা জলে ভাসিয়ে সেতু নির্মাণের দৃশ্যের ঝলক ভেসে ওঠে।

Advertisement

[আরও পড়ুন: ‘এত অহংকার মোদিরও নেই’, ত্রিপুরার বিয়েবাড়ি বন্ধ নিয়ে জেলাশাসককে তোপ সোনুর]

এদিন একতা কাপুর (Ekta Kapoor) তাঁর ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেন ট্রেলারটি। সেই সঙ্গে লেখেন, ‘‘দারুণ হয়েছে অক্ষয় ডোগরা। এই কঠিন সময়ে আমাদের প্রয়োজন বিশ্বাস, প্রেম ও আশা। জয় শ্রীরাম।’’ একতার শেয়ার করা ভিডিওটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু নেটিজেন। কমেন্ট করেন স্বয়ং ‘রাম’ অক্ষয় ডোগরাও। দেখে নিন ট্রেলারটি।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

‘রামযুগ’-এ রয়েছেন একঝাঁক নতুন মুখ। রামের ভূমিকায় থাকছেন অক্ষয় ডোগরা। সীতার ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্য ওঝা। আগামী ৬ মে মুক্তি পাবে সিরিজটি। দেখা যাবে এমএক্স প্লেয়ারে। তবে একে একে নয়, একসঙ্গে সব ক’টি এপিসোডই দেখা যাবে। রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্য ছোট পর্দায় ঝড় তুলেছিল। পরেও বারবার তা ফিরে এসেছে। এবার দেখার ওটিটি প্ল্যাটফর্মে কতটা সাড়া ফেলতে পারে ‘রামযুগ’।

[আরও পড়ুন: ২৯ এপ্রিলের রাতে কী হয়েছিল? ইরফান খানের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় স্ত্রী সুতপা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ