সোমনাথ লাহা: ওয়েবসিরিজে আবির্ভাব ঘটিয়েই ‘হইচই’ বাধিয়ে দিয়েছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট অন্যতম চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি। এবার দ্বিতীয় সিজনে আরও জমকালোভাবে আবির্ভাব ঘটতে চলেছে তাঁর। ছোটপর্দা-বড়পর্দা মিলিয়ে বহুবার তাঁকে দেখা গেলেও ওয়েবে ব্যোমকেশ কেমন হবে তা নিয়ে সংশয় ছিল দর্শকদের মধ্যে। কিন্তু মহানায়ক উত্তমকুমার, রজিত কাপুর, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, গৌরব চক্রবর্তীর পর ওয়েবসিরিজে হওয়া ব্যোমকেশ-এ সত্যান্বেষীর জুতোয় পা গলিয়ে বাজিমাত করেছেন টলিউডের এই প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এসভিএফ (শ্রীভেঙ্কটেশ ফিল্মস)-এর ‘হইচই অরিজিন্যালস’-এর ওয়েবসিরিজের প্রথম সিজনে দু’টি এপিসোড জুড়ে চলা চারটি গল্প (‘সত্যান্বেষী’, ‘পথের কাঁটা’, ‘মাকড়সার রস’ ও ‘অর্থঅনর্থম’)-এ অনির্বাণের সাবলীল ও দাপুটে অভিনয় তাক লাগিয়ে দিয়েছে সকলকে। এক অর্থে অনির্বাণ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই মুহূর্তে বড়পর্দা জুড়ে ব্যোমকেশ-এর চরিত্রে অভিনয়রত অভিনেতাদের।
প্রথম সিজনে পরিচলক সায়ন্তন ঘোষালের পরিচালনায় নির্মিত ‘ব্যোমকেশ’ ওয়েবসিরিজে অজিতের ভূমিকায় ছিলেন সুব্রত দত্ত এবং সত্যবতীর চরিত্রে ঋদ্ধিমা ঘোষ। প্রসঙ্গত, কালার্স বাংলায় হওয়া ব্যোমকেশেও সত্যবতীর চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধিমা।
[রাম-সীতার ‘ডিভোর্স’ কি মেনে নেবে সেন্সর? চিন্তায় পরিচালক রঞ্জন]
১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় সিজনে এবারও যথাক্রমে ব্যোমকেশ, সত্যবতী ও অজিতের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ, ঋদ্ধিমা ও সুব্রত দত্তকেই। তবে বদলাচ্ছে পরিচালক। এবারে সিজনটি পরিচালনা করছেন সৌমিক চট্টোপাধ্যায়। কারণ সায়ন্তন এই মুহূর্তে ব্যস্ত তাঁর ‘আলিনগরের গোলকধাঁধা’ নিয়ে। তবে পরবর্তী ব্যোমকেশের ‘রক্তমুখী নীলা’ গল্প নিয়ে ফিরবেন সায়ন্তন। তবে সৌমিক ইতিপূর্বে ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ও ‘চিরদিনই তুমি যে আমার-২’ এর মতো ছবি পরিচালনা করেছেন।
এবারের সিজনে দেখা যাবে ব্যোমকেশ সিরিজের অন্যতম গল্প ‘রক্তের দাগ’। যেখানে সত্যকামের মৃত্যু রহস্যের কিনারা করবেন ব্যোমকেশ। উদঘাটিত হবে রক্তের দাগের নেপথ্যে সত্যকামের আসল পরিচয়। কেনই বা সে খুন হল? সে রহস্যের হদিশ পাবেন দর্শকরা। তবে রহস্যের উদঘাটন জানতে চোখ রাখতে হবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। সত্যকামের ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিককে। যিনি বড়পর্দায় ইতিমধ্যেই ‘সন্তুর (কাকাবাবু সিরিজ)’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন।
এবারে দ্বিতীয় সিজনে আপাতত ‘রক্তের দাগ’ গল্পটি দেখা যাবে দু’টি পর্ব জুড়ে (প্রথম পর্ব ১৬ ডিসেম্বর ও দ্বিতীয় পর্ব ২৫ ডিসেম্বর দেখা যাবে হইচই অ্যাপে)। তবে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিজন ২-র ট্রেলর। ক্ষুরধার ব্যোমকেশ-এর সত্যান্বেষণ, দাম্পত্য জীবন, রহস্য উদঘাটন সবমিলিয়ে জমজমাট সিজন ২-র ‘ব্যোমকেশ’ ।
[OMG! প্রিয়াঙ্কার মাত্র পাঁচ মিনিটের পারফরম্যান্সের মূল্য এত!]
সম্প্রতি উত্তর কলকাতার রায় ঠাকুরবাড়িতে আয়োজিত ‘ব্যোমকেশ’-এর দ্বিতীয় সিজনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধিমা ঘোষ, আরিয়ান ভৌমিক ও দ্বিতীয় সিজনের পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়।
সৌমিক চট্টোপাধ্যায় জানান, “আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম। ব্যোমকেশ নিয়ে কাজটা করার কথা আমার ছিল না। হঠাৎই সুযোগ এসে যাওয়ায় ভাবি আমি নতুন কী করতে পারি। কারণ এতজন এতভাবে ব্যোমকেশকে তুলে ধরেছেন, তাই আমি নতুন স্টাইলে এখানে ব্যোমকেশকে আনার চেষ্টা করেছি। ‘রক্তের দাগ’ খুব কঠিন গল্প। এখানে মানবিকতা নিয়ে শেষ মুহূর্তে প্রায় প্রশ্ন ওঠে। এমনকী ব্যোমকেশ শেষে যে সিদ্ধান্ত নেন তা ওই সময়ে বা আগের দিনেও নেওয়াটা বেশ কঠিন। তবে আমি ভাল টিম পেয়েছি। প্রত্যেকেই ভীষণ সহযোগিতা করেছে। আমি আমার দীর্ঘ কেরিয়ার জীবনে অনির্বাণ-এর মতো ইন্টেলিজেন্ট অভিনেতা খুব কম দেখেছি। ঋদ্ধিমার সঙ্গেও প্রথমবার কাজ করলাম। আরিয়ানও সত্যকামের চরিত্রটাকে অন্যভাবে মেলে ধরেছে। আশা করছি সকলের ভাল লাগবে।” অনির্বাণের মতে, “সৌমিকদার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। কাজ করার ইচ্ছে থাকলেও হয়ে ওঠেনি, একই চরিত্র দু’জন ভিন্ন ধরনের মানুষ প্রথম সিজনে সায়ন্তন ঘোষাল আর দ্বিতীয় সিজনে সৌমিক চট্টোপাধ্যায় যে ভিন্ন আঙ্গিকে ব্যোমকেশকে দেখেছেন অভিনেতা হিসাবে আমার কাছে এটা বড় প্রাপ্তি। পাশাপাশি ব্যোমকেশ চরিত্র নিয়েও আমার নিজস্ব চিন্তাভাবনা রয়েছে এর মধ্যে। সব মিলিয়ে এটা বলতে পারি যে হইচই-এ আরও একবার ব্যোমকেশ করাটা আমার কাছে বড় প্রাপ্তি। আশা করছি সিজন ২-ও সকলের ভাল লাগবে।” আরিয়ানের মতে, “এটা সম্পূর্ণ কমপ্লেক্স একটা চরিত্র। এতে নেগেটিভ শেডসও রয়েছে। এসভিএফকে ধন্যবাদ আমাকে সত্যকামের মতো একটা চরিত্রে নির্বাচন করার জন্য। চেষ্টা করেছি চরিত্রটা ফুটিয়ে তোলার।”
[সানি এলে গণ আত্মহত্যা, বর্ষবরণের অনুষ্ঠানে ঘিরে ধুন্ধুমার কর্নাটকে]